গোঁফ গজাল শ্রীলেখার! কিসের ইঙ্গিত দিলেন অভিনেত্রী

রাতারাতি শ্রীলেখা মিত্রের গোঁফ হলো! কী করে হল? শনিবার নেটমাধ্যম ফেটে পড়েছে এই কৌতূহলে।

ছবিতে গোঁফের ইমোজি বসিয়ে নেটমাধ্যমে ভাগ করে নিতেই এই কাণ্ড।

তার পরেই কটাক্ষ তার, নিজের ফুটেজেই জনপ্রিয় হচ্ছি!

ছুটির দিনে নিজেকে নিয়ে বেশ মেতে ছিলেন অ'ভিনেত্রী। হঠাৎ এই মন্তব্য কেন?

Interesting For You

নেটমাধ্যম বলছে, ইন্ধন জুগিয়েছেন নেটাগরিকেরাই। শ্রীলেখা ছবি ভাগ করার সঙ্গে সঙ্গে এক জনের মন্তব্য,

রিমিঝিম এটা দেখে এক্ষুণি আবার ছড়াতে বসবে। সে কথা তুলতেই অ'ভিনেত্রী বললেন,

আমায় কিছু বলতে হচ্ছে না। নেটাগরিকেরাই আমা'র হয়ে জবাব দিয়ে দিচ্ছেন।

তার কথায়, কিছু দিন আগে শরীর নিয়ে জঘন্য মন্তব্যের জন্য নেটমাধ্যম এবং সংবাদমাধ্যমে সমালোচিত হয়েছেন অ'ভিনেতা-রাজনীতিবিদ রিমঝিম মিত্র। তার পরেই রিমঝিম নিজের সামাজিক পাতায় কটাক্ষ করেন, যার যার বাজার মন্দা যাচ্ছে ফুটেজের জন্য নিজে খেটে খান। আমা'র নামে ফালতু বিল কাটবেন না। শ্রীলেখার দাবি, তিনি মুখে না বলে কাজে করে দেখিয়ে দিলেন ‘নিজের ফুটেজেই জনপ্রিয়’ তিনি।