
২০১৬ সাল। কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির মাধ্যমে পর্দায় উঠে এসেছিল রণবীর কাপুর
এবং ঐশ্বরিয়া রায় বচ্চনের নতুন রসায়ন। কিন্তু জানেন কি, ঐশ্বরিয়ার সঙ্গে রণবীরের অ'ভিনয় দেখে তাকে নিজের বাবা ভেবে বসেছিল ছোট্ট আরাধ্য?
অতীতে এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া নিজেই ফাঁ'স করেছিলেন সেই গল্প। ছবির কাজ চলাকালীন মেয়ে আরাধ্যকে নিয়ে সেটে গিয়েছিলেন অ'ভিনেত্রী। সেখানে রণবীরকে দেখেই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে আরাধ্য। তার আগে অ'ভিনেতাকে বেশ কয়েক বার দেখেছিল ঐশ্বরিয়া কন্যা।
তবে সে দিন রণবীর অ'ভিষেক বচ্চনের মতো পোশাকে থাকায় তাকেই নিজের বাবা ভেবে বসে আরাধ্য। তারপর থেকেই মায়ের সহঅ'ভিনেতাকে দেখে কিছুটা ল'জ্জা পেয়ে নিজেকে গু'টিয়ে রাখত সে।
মেয়ের এই কাণ্ড শুনে হাসি চেপে রাখতে পারেননি অ'ভিষেক বচ্চনও। রণবীর কাপুরের সঙ্গেও এই নিয়ে রসিকতা করেছিলেন তিনি।