
শিরোনাম দেখে হয়তো দর্শক ভাবনায় নানান ঘুরপাক খাচ্ছেন!
শিরোনাম দেখে ভাবনার বি'ষয়, বিয়ে হলো বা কখন, আবার ছেলে আসল কোথা থেকে? এমন চিন্তায় হয়তো অনেকে।
তবে ভাবনার বা চিন্তা করার কিছু নেই। বাস্তবে নয়, একটি নাটকের দৃশ্যে তানজিন তিশাকে এমন চরিত্রে দেখা যাব'ে।
‘রাজপুত্র’ নামের একটি নাটকে মায়ের চরিত্রে অ'ভিনয় করেছেন তানজিন তিশা। এই নাটকটিতে তার সন্তানের চরিত্রে দেখা যাব'ে তারই বড় বোনের সন্তান নায়াস-উর রাশিদ। যাকে তিনি নিজের সন্তানের মতোই আদর করেন তিনি।
সময় সংবাদকে তিশা বলেন, ‘নায়াস আমা'র বড় বোনের ছেলে। কিন্তু ওকে আমি আমা'র সন্তানের মতোই আদর করি। আমর'া সঙ্গে ওকে দেখে কখনও কেউ জানতে চাইনি কে ও? যদি কেউ জিজ্ঞেস করত তখন আমি আমা'র সন্তানের কথাই বলতাম।
সম্প্রতি নাটকটি উত্তরায় দৃশ্যধারণ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন অ'ভিনেতা ও নির্মাতা সোহেল আরমান। এতে তিশার বিপরীতে অ'ভিনয় করেছেন জনপ্রিয় অ'ভিনেতা অ’পূর্ব।