আমিও তো মানুষ, আমারো কষ্ট হয়: সানি লিওনের স্বামী

ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন সাবেক প’র্নতারকা সানি লিওনের স্বামী ড্যানিয়েল ওয়েবার।

তিনি ভারতীয় গণমাধ্যমকে বলেছেন, আমিও তো মানুষ। আমা'রোও ক'ষ্ট হয়।

কাছের মানুষগু'লোর করোনা আ'ক্রা'ন্ত হওয়ার খবর শুনে ভয় পেয়েছি।

Interesting For You

প্রিয় মানুষগু'লোর মৃ'ত্যু ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে।
সাবেক এই প'র্নতারকা আরো বলেন, দীর্ঘ ১৭ মাস ধরে নিউ ইয়র্কে থাকা আমা'র পরিবারের কাছে যেতে পারিনি। ভারতে আমা'দের বাড়িতে তিনটে বাচ্চা, আমাকে আর সানিকে কাজে যেতে হয়েছে। ওদের জন্যও ভয় ছিলো। আসলে ওই সময়টা সবার কাছেই খুব কঠিন।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় থাবায় নিস্তেজ হয়ে পড়ে ভারত। প্রতিদিন দেশটিতে বহু মানুষের মৃ'ত্যু হয়, লাফিয়ে লাফিয়ে বাড়ে সংক্রমণ। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে উঠেছিলো বিভিন্ন রাজ্যের বাতাস। তবে এখন কিছুটা সংক্রমণ ও মৃ'ত্যুর হার কমলেও করোনার একাধিক ধরনের প্রকো'প বিদ্যমান রয়েছে।