খতনা অনুষ্ঠানের অতিথি হলেন হিরো আলম, নেয়া হলো বিমানে

সোশ্যাল মিডিয়ার কল্যাণে রাতারাতি পরিচিতি পান আশরাফুল আলম।

হিরো আলম নামেই বেশি পরিচিত তিনি। সর্বদা সমালোচনাকে পাশ কাটিয়ে পথ চলছেন তিনি।

এবার খতনা অনুষ্ঠানে যোগ দিতে দেখা গেল তাকে, তাও আবার সেখানে পৌঁছেছেন বিমানে চড়ে।

শুক্রবার দুপুরে বিমান থেকে নামতেই বেসরকারি বিমান সংস্থার

কর্মীরা হিরো আলমকে ঘিরে ধরে একের পর এক ছবি তুলতে লাগলেন।

Interesting For You

আঞ্চলিক ভাষার সংমিশ্রণে হিরো আলম বলেন, হামি তো ভাই সোদপুরে আসি নাই,

আচছি রংপুরে। সোদপুরে প্লেন দিয়া আসার পর রংপুর গাড়িত আচছি। এইখানে ভাই হামাক পায়া মানুষ ব্যাপক খুশি, কী আর কমো।

সেখানে যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে তিনি গণমাধ্যমকে জানিয়েছেন, রংপুরে একটি খতনার অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। রংপুরের তানভির নামের জনৈক ব্যবসায়ীর ছেলের খতনা অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তাকে ঢাকা-সৈয়দপুর প্লেনের ফিরতি টিকিটও দেয়া হয়েছে।

উল্লেখ্য, আশরাফুল আলম ওরফে হিরো আলমের বাড়ি বগু'ড়ায়। আপন ভঙ্গিতে কথা বলা ও খেয়াল খুশিমতো কাজ করার কারণে তিনি পরিচিতি পেয়েছেন।