
নিখিলের সঙ্গে তার সম্পর্কের নিরিখে অবশেষে মুখ খুললেন টালিউডের অ'ভিনেত্রী নুসরাত জাহান।
তুরস্কে বিয়ে হয়েছিল তাদের। সেই প্রসঙ্গ টেনে নুসরত জানালেন,
তুরস্কের বিবাহ আইন অনুসারে এই অনুষ্ঠান অবৈধ। উপরন্তু হিন্দু-মুসলিম বিবাহের ক্ষেত্রে বিশেষ বিবাহ আইন অনুসারে বিয়ে করা উচিত।
যা এ ক্ষেত্রে মানা হয়নি। যার কারণে এটা বিয়েই নয়।
বুধবার নিজের যুক্তি প্রকাশ্যে আনলেন অ'ভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান।
তিনি বললেন, নিখিলের সঙ্গে আমি সহ'বাস করেছি। বিয়ে নয়। ফলে বিবাহ-বিচ্ছেদের প্রশ্নই ওঠে না।
মা হবেন নুসরাত। অনাগত সন্তানের পিতৃপরিচয় কী? গত ৫ দিন ধরে অ'ভিনেত্রী এবং সাংসদ নুসরাত জাহানকে নিয়ে বিতর্ক তুঙ্গে। শুধু তাই নয়, নিখিলের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হচ্ছে না কেন, এই নিয়ে প্রশ্ন উঠেছে চারদিক থেকে।
দু’দিন আগে নিখিল জানিয়েছিলেন, নুসরাতের বিরু'দ্ধে দেওয়ানি মাম'লা দায়ের করেছেন তিনি। নিখিলের কথায়, যে দিন জানলাম, নুসরাত আমা'র সঙ্গে থাকতে চায় না, অন্য কারো সঙ্গে থাকতে চায়, সে দিনই দেওয়ানি মাম'লা দায়ের করেছি আমি। নুসরাতের মা হওয়ার পরে এই সি'দ্ধান্ত নিইনি আমি। এমনকি আগামী জুলাই মাসে যে আ'দালতে এই মাম'লার শুনানি, নিখিল সে কথাও স্প'ষ্ট করে দিয়েছিলেন।
বুধবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নুসরাত লিখেছেন, যে মহিলা সব শুনেও নীরব থাকেন, এ রকম পরিচয়ে পরিচিত হব না আমি। তার বিরু'দ্ধে উঠে আসা অ'সংখ্য বিরোধী স্বরের মুখোমুখি হলেন নায়িকা।