
বলিউডের নায়িকা তিনি। ঝরঝরে চেহারায় নাচের ছন্দে সানি লিওন হিল্লোল তুলেছেন সহস্র অনুরাগীর মনে।
নীল ছবির আলোচিত নাম হলেও নিজের যোগ্যতায় সবাই এখন তাকে বলিউড স্টার নামেই পরিচিত করে।
কেননা এই মাধ্যমে এখন নিয়মিতই কাজ করে যাচ্ছেন এই অ'ভিনেত্রী।
কয়েক বছরেই বলিউডে নিজের জায়গাটা পাকাপোক্ত করে নিয়েছেন সানি।
তার রূপের মোহে বাঁধা পড়েননি এমন পু’রুষের দেখা মেলা ভার। সিনেমা'র পাশাপাশি রিয়েলিটি শোয়ে অ্যাঙ্কারিংয়েও ঝলমলে অ'ভিনেত্রী।
অ'ভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। প্রায়ই ছবি শেয়ার করে ভক্তদের জানান দেন নিজের অবস্থানের কথা। এবারও এর ব্যতিক্রম কিছু হলো না।
রোববার সানি তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে ফটোশুটের একটি ছবি শেয়ার করেন। আর সেই ফটোশুটটা ছিলো বলিউডের নামীদামি ফটোগ্রাফার ডাব্বু রাতনানীর। আর তার ফটোশুট মানেই যে খোলামেলা এইটা সবারই জানা।
সানিও বেশ উপভোগ করেছেন সেখানে। কেননা নিজের সেই ফটোশুটের ছবি শেয়ার করে সানি ক্যাপশনে লিখেন, গরম এখানে। সানির এমন ছবিতে ইতোমধ্যেই ৭১ হাজারের বেশি রিয়েকশন পড়েছেন। আর কমেন্ট বক্সে উঁকি মা'রলেই ইতিবাচক মন্তব্য চোখে পড়ে।