গোপনে চার হাত এক করেলেন জায়েদ-পপি!

শাকিল খানের সঙ্গে প্রেম ও বিয়ের গু'ঞ্জনে জড়ানো অ'ভিনেত্রী পপি ফের প্রেমে পড়েছেন।

এবার তার প্রেমিক পু’রুষ শিল্পী সমিতির সাধারণ সম্পাদক অ'ভিনেতা জায়েদ খান।

চলচিত্র পাড়ায় গু'ঞ্জন, চুটিয়ে প্রেম করছেন এই দুইজন। তবে এই খবরে আরো চমক হলো,

সম্প্রতি তারা চার হাত এক করেছেন অর্থাৎ বিয়েও করেছেন বলে শোনা যাচ্ছে।

Interesting For You

এর সত্য মিথ্যা আপাতত তারাই বলতে পারবেন।

ঘটনার সূত্রপাত গত বছর শিল্পী সমিতির নির্বাচনে। দুজনে একই প্যানেলে নির্বাচন করে। মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যনির্বাহী পদে নির্বাচন করে পপি। জয় পেতে ভোটের মাঠে পপির দৌঁড়ঝাঁপ ভোটারদের দৃ'ষ্টি কেড়েছে। সেই সময় গু'ঞ্জন উঠে প্রেমে পড়েছেন জায়েদ-পপি। এমন গু'ঞ্জনে আরো বাড়িয়ে দিয়েছে সম্প্রতি তাদের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ছবিগু'লো নিয়ে শুরু হয় আলোচনা। অনেকেই বলছে তারা এবার চার হাত এক করেছে। আবার সমালোচকেরা বলছেন, আলোচনায় আসার জন্য এমন প'দ্ধতি বেছে নিয়েছে।

তবে এর আগে শাকিল খানের সঙ্গে প্রেম বিয়ের গু'ঞ্জন একটা সময় স্বীকার করে নিলেও জায়েদের সঙ্গে প্রেমের গু'ঞ্জন স্বীকার করেননি এই অ'ভিনেত্রী। তিনি বলেন, কারো সঙ্গে জুটি হলে এমনটা রটেই থাকে। আমর'া খুব ভালো বন্ধু। নির্বাচনের সময় আমা'দের সম্পর্ক কিছুটা গাঢ় হলেও সেটা প্রেম নয়, শুধুই বন্ধুত্ব। তবে পপি স্বীকার করুক বা না করুক তাতে বয়েই গেছে ভক্তদের। চলচ্চিত্রপাড়ায় রীতিমত উত্তাপ ছড়াচ্ছে এই খবরটি। কিছুটা তোলপাড়ও সৃ'ষ্টি হয়েছে মিডিয়া পাড়াতে।