
মডেল-অ'ভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় এক যুগ ধরে মিডিয়ার সঙ্গে যুক্ত তিনি।
কাজ করেছেন খণ্ড নাটক, ধা'রাবাহিক নাটক ও বিজ্ঞাপনচিত্রে।
এদিকে, একের পর এক সমালোচনা যেন পিছু ছাড়ছে না তাকে।
শোনা যাচ্ছে, গত বছর থেকে আরেক নাট্যাভিনেতা শ্যামল মাওলার সঙ্গে ছুটিয়ে প্রেম করছেন এই অ'ভিনেত্রী।
তারা নাকি গোপ'নে বিয়েও করেছেন!
তাছাড়া এখন প্রভা নাকি দ্বিতীয় স্বামী শান্ত’র কাছ থেকে আনুষ্ঠানিক বিচ্ছেদের অ’পেক্ষায় আছেন।
আরো জানা গেছে, তিনি (শান্ত) নাকি বিচ্ছেদ নোটিশ না পাঠালে, প্রভাই শিগগির এই নোটিশ পাঠাবেন। তারপরই বিয়ের পিড়িতে বসবেন শ্যামল-প্রভা।
তবে, এই ছিল গত বছরের ‘টক অফ দ্যা শোবিজ’ দেশীয় মিডিয়া পাড়ার। এদিকে, চলতি বছর নাকি প্রভা আরো একটি নতুন প্রেম শুরু করেছেন। ‘জ’ আদ্যক্ষরের একজনের সঙ্গে নাকি তার প্রেম! সে সম্পর্কও নাকি লিভ টুগেদার পর্যায়ে। তারা পাশাপাশি বাসা নিয়েও থাকছেন একই এলাকায়।
কিন্তু সব কিছুকে গু'ঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন প্রভা। বললেন, সরলতার সুযোগে সবাই তার সঙ্গে ছলনা করে। তাই আর প্রেমে বিশ্বা'সী নন তিনি। এখন থেকে কাজ আর কাজ নিয়ে ব্যস্ত থাকবেন প্রভা।
এদিকে সমালোচকরা বলছেন, সত্যি প্রেম করছেন তারা। নাট্যপাড়ায় এরইমধ্যে প্রভার এই পঞ্চম প্রেমটিও চাউর হয়েছে। নাটকের অনেক পরিচিত জনেরা এই নিয়ে কথা বলেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অ'ভিনেত্রী বলেন, তারা অনেকদিন ধরে পাশাপাশি বাসা নিয়ে থাকছেন। একসঙ্গে লিভ-টুগেদারও করছেন।
এদিকে, মিডিয়ায় এসব খবরে কান দিতে চান না প্রভা। কাজ নিয়ে এগিয়ে যেতে চান তিনি। এখন দেখা যাক, কে সত্যি বলছেন, প্রভা নাকি সমালোচকরা।