চু’রি হয়ে যাওয়া গরু হাতে পেয়ে কা’ন্না ভুলে হাসতে শুরু করেছেন অসহায় মাহমুদা

টানা পাঁচদিনের অ'ভিযানে হবিগঞ্জের মাধবপুরে চু’রি যাওয়া গরু উ’'দ্ধার হয়েছে। চু’রি যাওয়া গরু হাতে পেয়ে কান্না ভুলে হাসতে শুরু করেছেন অ'সহায় মাহমুদা বেগম (৪৫)।৫ আগস্ট (বৃহস্পতিবার) গভীর রাতে উপজেলার বানেশ্বর গ্রামের বৃ'দ্ধ তারা

মিয়া ও মাহমুদার ঘরের টিনের বেড়া খুলে ৪টি গরু চু’রি করে দু'র্বৃত্ত। চু’রি যাওয়া বাছুরটি ফিরে এলে তাকে জড়িয়ে কাঁ’দতে থাকেন অ'সহায় মাহমুদা বেগম। এনিয়ে কালের কণ্ঠে “সংসারের ‘সম্বল’ ৩ গরু চু’রি, ফিরে আসা বাছুরের গলা জড়িয়ে কাঁদছেন মাহমুদা” শিরোনামে সংবাদ প্রকাশ হয়।

খবর পেয়ে মাধবপুর চুনারুঘাট সার্কেলের সহকারী পু'লিশ সুপার মো. মহসিন আল মুরাদ, ওসি আব্দুল রাজ্জাক একদল পু'লিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে গরুগু'লো উ'দ্ধারের বি'ষয়ে আশ্বস্থ করেন। পরদিন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম মঈন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অ'সহায় মাহমুদার হাতে উপহার তুলে দেন।

Interesting For You

এদিকে, তারা মিয়া বাদী হয়ে অজ্ঞাতদের আ'সামি করে মাধবপুর থা'নায় একটি মাম'লা দায়ের করেন। পু'লিশ চু’রি যাওয়া তিনটি গরুর মধ্যে একটি সোমবার দিবাগত রাতে উপজেলার জগদীশপুর ইউনিয়নের খড়কি গ্রামের একটি পুকুরের পাড় থেকে উ'দ্ধার করেন।

বাকি গরু উ’'দ্ধারে অ'ভিযান চলছে বলে জানিয়েছে পু'লিশ। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের গ্রে'’'প্ত ারে পু'লিশ কাজ করছে বলে জানিয়েছেন থা'নার ভারপ্রা'প্ত কর্মকর্তা আব্দুল রাজ্জাক।