অনেক কিছুই তো করলেন এবার পতিতা হতে চান সোনাক্ষী!

পতি'তা 'হতে চান সোনাক্ষী! বি'ষয়টি অবাক করার মতো হলেও সত্যি।

তিনি বলেন, পর্দায় পতি'তা হিসেবে কাজ করার স্বপ্ন আমা'র।

তিনি মনে করেন, এ চরিত্রে চ্যালেঞ্জ রয়েছে অনেক। অনেকেরই হয়তো অনেক চরিত্রে অ'ভিনয়ের স্বপ্ন রয়েছে।

আমা'রো স্বপ্ন পতি'তা হিসেবে কাজ করতে।
তিনি আরো বলেন, একজন পতি'তার সুখ, দুখ,

Interesting For You

ভালোবাসা, আনন্দ, ক'ষ্ট সব কিছু যেই গল্পে তুলে ধ’রা হবে, তেমনই একটি গল্পে কাজ করতে প্রস্তুত আছি।

সোনাক্ষী এখন পর্যন্ত কমেডি, অ্যাকশন, রোমান্টিক ঘরানার ছবিতেই কাজ করেছেন। তিনি বলেন, তাই এবার একটু ব্যতিক্রম কিছু করতে চাই। এমন একটি কাজ করতে চাই, যেটা স্মর'ণীয় হয়ে থাকবে। চ্যালেঞ্জ থাকবে। সেক্ষেত্রে পতি'তা চরিত্রটি আমা'র কাছে সেরা মনে হয়।

প্রসঙ্গত, বলিউড অ'ভিনেত্রী সোনাক্ষী সিনহা এরই মধ্যে বেশ কিছু ছবিতে অ'ভিনয় করেছেন সফলতার সঙ্গে। তার অ'ভিনীত ছবিগু'লো ব্যবসায়িকভাবেও সফল। অনেক ধরনের চরিত্রেই তিনি অ'ভিনয় করেছেন। সামনেও তাকে বিভিন্ন রূপে দেখা যাব'ে।

তবে সম্প্রতি নিজ থেকেই এই চরিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি। আর সেটি মিডিয়াকেও জানিয়েছেন নিজেই।