আমি ছিলাম সুপারস্টার, কেউ অশ্লীলতার প্রমাণ দিতে পারবে না : মুনমুন

‘আই ওয়াজ অ্যা সুপারস্টার, আমি কেন অ’শ্লী'ল চলচ্চিত্রে অ'ভিনয় করবো?

আমি যখন চলচ্চিত্রে অ'ভিনয় করতাম তখন ছিলাম আনবিটেবল।

অ’প্রতিদ্বন্দ্বী। আমি বেশিরভাগ ছবিতে লেডি অ্যাকশন চরিত্রে কাজ করেছি তখন আমাকে পেছনে ফেলার কেউ নেই।

প্রতিহিং'সা পরায়ণ হয়ে কয়েকজন সাংবাদিক অ’শ্লী'ল নায়িকা তকমা জুড়ে দিয়েছে।

কিন্তু কেউ প্রমাণ দেখাতে পারবে না।

কথাগু'লো বলছিলেন চিত্রনায়িকা মুনমুন। বাংলাদেশের অ’শ্লী'ল চলচ্চিত্রের সূচনাল'গ্নের একজন হিসেবে মুনমুনকে অ'ভিহিত করা হয়। কিন্তু সেই অ'ভিযোগ কালের কণ্ঠের নিকট অ'স্বীকার করেছেন মুনমুন। তিনি বলেন, ২০০২ থেকে থেকে ২০০৬ পর্যন্ত অ’শ্লী'ল চলচ্চিত্র হয়েছে। আমি চলচ্চিত্র থেকে নিজেকে গু'টিয়ে নিয়েছি ২০০৩ সালে। অ’শ্লী'ল অ'ভিনেত্রীদের কোর্টে হাজিরা দিতে হয় এখনো, কই আমাকে তো দিতে হয় না।

মুনমুন চলচ্চিত্রের পরিচালকদের প্রসঙ্গ টেনে বলেন, দেখেন আমি কাদের ছবিতে কাজ করেছি? মালেক আফসারী, মনোয়ার খোকন, শ’হীদুল ইসলাম খোকন, দেলোয়ার জাহান ঝন্টু। তাদের বিরু'দ্ধে কি অ’শ্লী'লতার অ'ভিযোগ আছে? তারা গু'ণী পরিচালক। নিশ্চই তারা অ’শ্লী'ল চলচ্চিত্রে কাজ করেন নি।

আপনি অ’শ্লী'ল ছবিতে কাজ করেন নি? এমন প্রশ্নের জবাবে মুনমুন বলেন, অবশ্যই না। লেডি অ্যাকশন ছবিতে কাজ করতে গিয়ে অনেকের চক্ষুশূল হই। এছাড়া এই ক্যারেক্টারগু'লো একটু ডেসপারেট হয়। যার কারণে সহজেই আমা'দের নেতিবাচক চরিত্রে উপস্থাপন করে ফেলতে পারেন যে কেউ। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমাকে অ’শ্লী'ল দৃশ্যে অ'ভিনয় করতে দেখেছেন। তবে আমি অ'ভিনয় করেছি এমন অনেক সিনেমা অ’শ্লী'লতার দায়ে অ'ভিযুক্ত হয়েছে।

Interesting For You

মুনমুন বলেন, ওইসব চলচ্চিত্রে আমা'র পার্শ্বভিনেত্রীদের অ’শ্লী'লভাবে উপস্থাপন করা হয়েছে। যার কারণে আমাকে অ’শ্লী'লতার ট্যাগ দেয়াটা সহজ হয়েছে। ধরেন আমি গোসলের দৃশ্যে অ'ভিনয় করছি, সেখানে আমা'র মুখ দেখিয়ে বাকিটা আমা'র ডামি হিসেবে অন্য মেয়েকে দেখানো হচ্ছে। আমি এইসব দৃশ্যে অলওয়েজ সুইম স্যুট পরে অ'ভিনয় করেছি।

নিজেকে অ’শ্লী'ল ছবির নায়িকা মনে করেন না মুনমুন। এর জন্য নেপথ্যের অনেক মানুষ দায়ী বলেও জানান তিনি। অ’শ্লী'লতার জন্য দায়ী কারা' বলে মনে করেন? এমন প্রশ্নের জবাবে মুনমুন কালের কণ্ঠকে বলেন, দেখেন সবাই অ’শ্লী'লতার বি'ষয়ে জানার জন্য ফোন দেয় নায়ক-নায়িকাকে। এই যে আমাকেও কম ফোন দেয়া হয় না। কিন্তু কেন? কেন ডিরেক্টরদের ফোন দেয়া হয় না, কেন তাদের কাছে জানতে চাওয়া হয় না আপনারা কেন অ’শ্লী'ল ছবি করেছেন। ডিরেক্টরের হাত ধরেই তো অ’শ্লী'লতার যাত্রা। তারাই তো মেয়েদের নিয়ে এসে কাপড় খুলিয়েছে।

শূন্য দশকের শুরুর দিকের ব্যস্ত এই অ'ভিনেত্রী বলেন, দেখেন অ’শ্লী'ল ছবিতে আপনি শাকিব খানকেও পাবেন, মান্নাকেও পাবেন। তাই বলে তারা কিন্তু অ’শ্লী'ল ছবি করেন নি। তাদের ছবিতে জুড়ে দেয়া হয়েছে কাটপিস। অ’শ্লী'ল ছবির এই অবস্থার জন্য কাটপিস জুড়ে দেয়ার যে কালচার শুরু হয়েছিল সে কথা তো কেউ বলে না। শুধু কিছু সাংবাদিকের সাথে আমা'র মনোমালিন্যের কারণে তারা আমা'র বিরু'দ্ধে লেখা শুরু করে দেয়।

কিন্তু ধরেন ‘রাণী কেন ডা'কাত’ ছবির মাধ্যমে পোস্টারে অ’শ্লী'লতা চোখে পড়ে। এসবও কি অ'স্বীকার করার করবেন? মুনমুন কালের কণ্ঠকে বলেন, দেখেন আমর'া অ'ভিনেত্রী, অ'ভিনয় করি এসে, পেমেন্ট নিয়ে চলে যাই। এরপর তেমন করে খেয়াল করা হয়না। এটা অবশ্য আমা'দের ভুল, কনসার্ন হওয়া উচিতৎ ছিল। তবে ফিল্মে আমাকে কেউ ন'গ্নভাবে দেখেছে এটা কেউ বলতে পারবে না। ইউটিউব ঘেঁটে দে খু'ন, আমা'র আগের ছবি তো আছে সেখানে আমাকে কি অ’শ্লী'লভাবে দেখা যায় কি না!

মুনমুন এখনো এদেশের চলচ্চিত্রে অ'ভিনয় করছেন। এখন নেতিবাচক চরিত্রে অ'ভিনয় করছেন। সম্প্রতি দেমাগ ছবির কাজ শেষ করেছেন। এখন করছেন তোলপাড় ছবিতে। বছরে দু থেকে তিনটি ছবিতে কাজ করছেন তিনি। এছাড়া সারাবছর বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্থানে অংশ নেন চিত্রনায়িকা মুনমুন। রাজধানীর উত্তরার নিজের একটি গার্মেন্টস ছিল সেটি ভাড়া দিয়েছেন।

মুনমুন রে'ডিও ৭১ এর সাথে আগামীকাল শুক্রবার ‘রে'ডিও ৭১ এফএম 98.4’-এ রাত ১০টায় ‘সাবধান বাংলাদেশ’ অনুষ্ঠানে সরাসরি অংশ নিয়ে ব্যক্তিগত ও ফিল্ম নিয়ে নানা কথা বলবেন। অনুষ্ঠানটি প্রযোজনা করবেন সাদেক সামি।

পারিবারিক জীবনে নিজেকে সুখী উল্লেখ করে মুনমুন কালের কণ্ঠকে বলেন, আমি অনেক হ্যাপি। আমা'র দুই সন্তান, মা আর স্বামীকে নিয়ে সুখেই আছি। বড় ছেলে ‘যশ’ রাজধানীর একটি স্কুলে স্ট্যান্ডার্ড ফোরে পড়েন, ছোট ছেলে শিবরাম কেবল স্কুলে ভর্তি হয়েছেন। স্বামী মীর মোশাররফ হোসেন ব্যবসার সাথে যুক্ত।