
পড়নে ফ্রক, লাল রং’র রাবারে ঝুটি করা মাথার চুল, পায়ে স্যান্ডেল।
বাড়ির এক কোনে সংসারের হাড়ি-পাতিল পরিষ্কারে ব্যস্ত মাহি।
সংসার জীবনে বেশ মনযোগী হয়ে পড়েছেন তিনি।
হ্যাঁ সংসার নিয়ে ব্যস্ত মাহি তবে বাস্তবে নয় ‘আনন্দ অশ্রু’
ছবির শুটিং এ এমন সংসারি মেয়ে হিসেবে দেখা যাব'ে মাহিকে।
‘আনন্দ অশ্রু’ পরিচালনা করছেন মোস্তাফিজুর রহমান মানিক। মাহির বিপরীতে অ'ভিনয় করছেন সাইমন সাদিক। ৩ ফেব্রুয়ারিতে ‘আনন্দ অশ্রু’র শুটিং শুরু হয়েছে। মানিকগঞ্জের একাধিক লোকেশন আরো ১৫ দিনের মতো শুটিং চলবে। গ্রামীণ পটভূমিতে নির্মিত এ সিনেমায় মাহির নাম শিরিন, অন্যদিকে বাউল চরিত্রের সাইমনের নাম ফরহাদ। সিনেমাটির কাহিনি লিখেছেন সুদী'প্ত সাঈদ খান, চিত্রনাট্য তৈরি করেছেন আসাদ জামান।
সালমান শাহ-শাবনূরকে নিয়ে ২ দশক আগে শিবলী সাদিক নির্মাণ করেছিলেন স্মর'ণীয় সিনেমা ‘আনন্দ অশ্রু’। সিনেমাটি নিয়ে এখনো আলোচনা হয়।
পরিচালক মানিক জানান, নতুন ‘আনন্দ অশ্রু’র সঙ্গে পুরনো ‘আনন্দ অশ্রু’র নাম ছাড়া কোনো মিল নেই। তবে হ্যাঁ, দুটি সিনেমাই রোমান্টিকধর্মী কাহিনীর।