
সমালোচিত গায়ক মঈনুল আহসান নোবেল।
তার স্ত্রী মেহরুবা সালসাবিল গত ১১ সেপ্টেম্বর নোবেলের ঠিকানায় ডিভোর্স লেটার (তালাকের নোটিশ) পাঠিয়েছেন।
বুধবার (৬ অক্টোবর) দুপুরে বি'ষয়টি নিশ্চিত করেন মেহরুবা সালসাবিল।
তিনি বলেন, ‘নোবেল মানসিকভাবে অ'সুস্থ, চরম মা'দকাসক্ত, নারীনে'শাসহ আমাকে নানাভাবে নি'র্যা'তন করত।
সবকিছুর প্রমাণ আমা'র কাছে আছে। এসব কারণে আমি তাকে ডিভোর্সের সি'দ্ধাান্ত নিয়েছি। ’
সামাজিক মাধ্যম ফেসবুক পেজে মঈনুল আহসান নোবেল বিচ্ছেদের কথা জানিয়েছেন। এক স্ট্যাটাসে নোবেল লেখেন, ‘ডিভোর্স’।
২০১৯ সালে ভারতের জি বাংলা টেলিভিশনের রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’-তে অংশ নিয়ে আলোচনায় আসা নোবেল। একই বছরের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল।