
চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ২০টি সোনার বার নিয়ে আ'ত্মসাতের অ'ভিযোগে ফেনী জেলা পু'লিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শকসহ ছয় সদস্যকে সাময়িক ব’রখাস্ত করা হয়েছে। বুধবার (১১ আগস্ট) 'বিকেলে ফেনীর পু'লিশ সুপার খোন্দকার নূরুন্নবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রে'ফতারকৃত ডিবির ৬ কর্মকতারা হলেন, ফেনী জেলা গোয়েন্দা পু'লিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলাম, উপ-পরিদর্শক (এসআই) মোতাহার হোসেন, নুরুল হক ও মিজানুর রহমান এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) অ'ভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।
এর আগে, বুধবার সকালে অ'ভিযুক্ত ডিবি কর্মকর্তাদের ফেনী জেলা আ'দালতে হাজির করা হলে সোনা আ’ত্মসাতের অ’ভিযোগে করা মা’ম'লায় ফেনী জেলা পু'লিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শকসহ ছয় সদস্যের তিন থেকে পাঁচ দিনের রি’মান্ড মঞ্জুর করেন আ'দালতের বিচারক। এ সময় ফেনী জেলা গোয়েন্দা পু'লিশের পরিদর্শক (ওসি) মো: সাইফুল ইসলামকে পাঁচ দিন ও অন্যদের প্রত্যেককে তিন দিনের রি’মান্ড মঞ্জুর করা হয়।
পু'লিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, মঙ্গলবার রাতে ফেনী থেকে তাদের গ্রে'’ফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫টি সোনার বার উ’'দ্ধার করা হয়। বাকি পাঁচটি বার উ'দ্ধারের চে'ষ্টা চলছে। এছাড়া সোনার বারগু'লো বৈধ না- অ’বৈধ, তা তদ'ন্ত করা হচ্ছে। তদ'ন্ত শেষে বিস্তারিত বলা যাব'ে।
পু'লিশ জানায়, ৮ আগস্ট 'বিকেলে স্বর্ণ ব্যবসায়ী গোপ'াল কান্তি চট্টগ্রাম থেকে ঢাকায় যাচ্ছিলেন। ফেনীর ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পু'লিশের ওই সদস্যরা তার গাড়ি থামান। ওই সময় তার কাছে থাকা ২০টি স্বর্ণবার নিয়ে যান তারা।
এ ঘটনায় ৯ আগস্ট ফেনী সদর মডেল থা'নায় ওই ব্যবসায়ী মা’ম'লা করলে বি'ষয়টি নিয়ে তদ'ন্ত শুরু করে পু'লিশ। ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় ডিবির ওই ছয় কর্মকর্তাকে মঙ্গলবার রাতে গ্রে'’ফতার করা হয়।