গানের জন্য রোনালদোর দেশে যাচ্ছেন চিরকুটের সুমী

ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের পোর্তোতে

আগামী ২৭ অক্টোবর বসছে বিশ্বের অন্যতম বড় সংগীত সম্মেলন- ওয়ার্ল্ডওয়াইড মিউজিক এক্সপো (ওম্যাক্স)।

সেখানে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন চি'রকু'ট ব্যান্ডের গায়িকা শারমীন সুলতানা সুমি।

এরমধ্যে কনফারেন্স থেকে আমন্ত্রণ পেয়েছেন তিনি।

এ উদ্দেশে আগামী ২৬ অক্টোবর সিআর সেভেনের দেশ পর্তুগাল পৌঁছাবেন সুমী।

Interesting For You

তবে তার আগে ২০ অক্টোবর ঢাকা ছাড়বেন তিনি। প্রথমে যাব'েন সুইজারল্যান্ড।সেখানে একটি মিটিংয়ে অংশ নেবেন তিনি।

আমন্ত্রণের বি'ষয়ে সুমী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘২০১৬ সালে টেক্সাসে সাউথ বাই সাউথ ওয়েস্ট ফেস্টিভালে আমর'া (চি'রকু'ট) অংশ নিয়েছিলাম। উৎসবের পরিচালক টড আমা'দের পরিবেশনা দেখেছিলেন। তিনি আবার ওম্যাক্সের জুরি সদস্য। সেই সূত্রে টড এবার আমাকে এই উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আগামী ২০ অক্টোবর আমি ঢাকা থেকে রওনা দেবো।’

পর্তুগালে এ আয়োজনটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। এটি শেষে ৭ নভেম্বর দেশে ফিরবেন সুমী।

জানা যায়, এবারের কনফারেন্সে ৯০টি দেশের ২৬০ জন সংগীতশিল্পীসহ আড়াই হাজারের বেশি সংগীত পেশাদার অংশ নেবেন। আন্ডারগ্রাউন্ড, ফোক, রক, জ্যাজ, লোকাল মিউজিকসহ সবধরনের মিউজিকের বৃ'হত্তম মা'র্কেট বলা হয় এটিকে।