ছবি নিয়ে ট্রোল, ক্ষুব্ধ জায়েদ খান

সম্প্রতি ফেসবুকে একটি ছবি পোস্ট করেন চিত্রনায়ক জায়েদ খান।

তারপরই সেই ছবির সঙ্গে শাহরুখ খানের সিনেমা'র একটি দৃশ্যের মিল খুঁজে পান নেটিজেনরা।

এ নিয়ে ট্রোলের শি'কার হওয়ার পর ক্ষু'ব্ধ হয়েছেন জায়েদ খান্

গাজীপুরের হোতাপুরের শুটিং পাড়ায় জাহিদ হোসেনের পরিচালনায় নির্মিত হচ্ছে ‘সোনার চর’ শিরোনামের একটি মুক্তিযু'দ্ধভিত্তিক সিনেমা।

Interesting For You

তারকাবহুল এ সিনেমায় অ'ভিনেতা হিসেবে আছেন অ'ভিনেতা শহিদুজ্জামান সেলিম, অ'ভিনেত্রী মৌসুমী, চিত্রনায়ক জায়েদ খানসহ অনেকেই।

গতকাল জায়েদ খান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি ছবি পোস্ট করেন। যেটিতে দেখা যাচ্ছে, জায়েদ খান তার একজন সহশিল্পীকে কোলে করে বাইরে নিয়ে আসছেন।

জায়েদের এই ছবিটির সাথে অনেকেই মিল পাচ্ছেন বলিউডের বাদশাহ শাহরুখ খানের রা-ওয়ান সিনেমা'র পোস্টারের। এ নিয়ে সংবাদমাধ্যমকে জায়েদ বলেন, দে খু'ন এটা খুবই হাস্যকর যে অনেকেই শাহরুখ খানের সিনেমা'র সাথে খুঁজছেন। আসলে এখানে কোনো মিলই নেই। আর সোনার চর সিনেমাটি একটি মুক্তিযু'দ্ধ ভিত্তিক সিনেমা, গল্পটিও মৌলিক।

ভাইরাল হওয়া ছবিটি সম্পর্কে জায়েদ খান বলেন, আপনারা যে ছবিটি দেখেছেন সেটি শুটিং সেটের দৃশ্য, যেখানে আমাকে দেখা যাচ্ছে একজনকে কোলে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যেতে।