মাহিকে নায়িকা বানালো কে, ৯ বছর আগের কথা অকপটে স্বীকার

২০১২ সালের ৫ অক্টোবর মুক্তি পায় জাজ মাল্টিমিডিয়ার প্রথম সিনেমা ‘ভালোবাসার রঙ’।

এই সিনেমা'র সঙ্গে জড়িয়ে আছে অনেকের নাম। এর মাধ্যমেই নায়ক হিসেবে পথচলা শুরু করেন বাপ্পী চৌধুরী।

আর ঢালিউড পায় মাহিয়া মাহিকেও।
ক্যারিয়ারের আজ ৯ বছর পূর্তিতে সেই দিনটিকেই স্মর'ণ করলেন মাহিয়া মাহি।

নায়িকার ভাষ্য, ‘স্র'ষ্টার পর সবচেয়ে বেশি কৃতজ্ঞতা জাজ মাল্টিমিডিয়ার প্রতি।

Interesting For You

এই জাজই আমাকে নায়িকা বানিয়েছে।’

ঢাকাই সিনেমায় নিজের ৯ বছর পূর্তিতে মাহি বলেন, ‘৯ বছর, আলহাম'দুলিল্লাহ। ধন্যবাদ জাজ মাল্টিমিডিয়া। উপরওয়ালার পরে আপনাদের জন্যই আজকে আমি মাহিয়া মাহি।’
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেন মাহি। এটি সুপারহিট হয়। এরপর তিনি কাজ করেছেন আরও বেশ কিছু সুপারহিট ও প্রশংসিত চলচ্চিত্রে। বর্তমানে ইন্ডাস্ট্রির ব্যস্ততম নায়িকাদের একজন তিনি।

মাহি অ'ভিনীত উল্লেখযোগ্য কয়েকটি সিনেমা হলো- ‘পোড়ামন’, ‘অ'গ্নি’, ‘দেশা: দ্য লিডার’, ‘রোমিও বনাম জুলিয়েট’, ‘ওয়ার্নিং’, ‘কৃষ্ণপক্ষ’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ ই'ত্যাদি। বর্তমানে তার হাতে রয়েছে বেশ কিছু সিনেমা'র কাজ। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘গো'লাপতলীর কাজল’, ‘আশীর্বাদ’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুবুজান’।