জয়াকে বলেছি, তোমার পাসপোর্ট আমি কেড়ে নেব : খরাজ মুখার্জি

আমর'া বাংলাদেশে এসে কাজ করছি। এখানে কেউ আপ'ত্তি তোলেনি।

কোনো অ'ভিনেতা অ'ভিনেত্রী বলেনি যে নাপনারা এসেছেন বলে আমর'া অ'সন্তু'ষ্ট হয়েছি ঠিক তেমনই আমি জয়াকে ফোন করেছিলাম বিসর্জন দেখার পরে।

জয়াকে বলেছিলাম তোমা'র পাসপোর্ট আমি কেড়ে নেব। তোমাকে আমি আর বাংলাদেশে যেতে দেব না, ভারতবর্ষ থেকে।

তুই ভাই কে রে, এ কি রকম ব্যাপার। তুই তো দেখি আমা'দের শিল্পীদের দেশছাড়া করে দিবি-

ঠিক এভাবেই চাঁদপুরে বসে গণমাধ্যমকর্মীদের নিকট জয়া আহসানের স্তুতিবাক্য করছিলেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় কমেডি অ'ভিনেতা খরাজ মুখার্জি।

বাংলাদেশের শাপলা মিডিয়ার প্রয়োজনা ‘প্রিয়া রে’ সিনেমায় শুটিং করতে তিনি এখন চাঁদপুরে। তার সঙ্গে কাজ করতে এই সিনেমায় কলকাতা থেকে এসেছেন টালিউডে জনপ্রিয় অ'ভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়, অ'ভিনেতা রজতাভ দত্তও।

Interesting For You

১৯৮০ সালে হুলস্থুল চলচ্চিত্রে অ'ভিনয়ের মাধ্যমে তিনি বাংলা চলচ্চিত্রে যাত্রা শুরু করেন। বিগত বত্রিশ বছরে তিনি পাতালঘর, বাই বাই ব্যাংকক, কাহানী, নেমসেক, এক্সিডেন্ট, মুক্তোধা'রা, স্পেশাল ২৬, জাতিস্মর' সহ অ'সংখ্য চলচ্চিত্রে অ'ভিনয় করেছেন।

কলকাতায় এসে শিল্পীদের এক দেশ থেকে আরেক দেশে কাজের বি'ষয়ে কথা বলছিলেন। খরাজ বলেন, ‘একজন শিল্পীর সত্যিকার গু'ণ হলো, যিনি গু'ণী তার সত্যিকার কদর করা। একজন সত্যিকার শিল্পীই গু'ণীর কদর করতে পারে। ভালো কাজ হলে তার সমা'দর দিতে হবে। আজ কার কাজ ক্মে যাব'ে, কার কাজ বেড়ে যাব'ে এটা বড় কথা নয়। আজ কোনো শিল্পী যদি দর্শকদের মন জয় করে তাহলে আমা'দের বলার কী আছে?’

তিনি বলেন, ঋতুপ'র্ণা যদি সত্যিকার অর্থে এই দেশে এসে এদেশের মানুষের মন জয় করে থাকে, আর জয়া আহসান কলকাতায় গিয়ে নিজের অ'ভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে থাকে তাহলে আমা'দের বলার কি থাকে? এরমধ্যে তো আমি কোনো অ'সুবিধার কিছু দেখি না।

চাঁদপুরের এক ঘোর মফস্বলে এসে এসে শুটিং-এর অ'ভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘অ'সাধারণ। আগে কয়েকবার বাংলাদেশে শুটিং করতে এসেছি। কিন্তু এই রকম পরিবেশ পেলাম এই প্রথম। পুকুরে হাঁস গোসল করছে, মাছ লাফাচ্ছে। ঝিঁঝিঁ পোকার ডাক। চারদিকে গ্রামের মানুষ, গ্রামীন ঘরবাড়ি। ভীষণই শান্ত পরিবেশ।

২০১২ সালের কাহানি চলচ্চিত্রে তিনি ইনস্পেকটর চ্যাটার্জী চরিত্রে অ'ভিনয় করেন। ২০০৪ সালে পাতালঘর চলচ্চিত্রের জন্য মুখার্জী বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস’ অ্যাসোসিয়েশন – সেরা পু’রুষ প্লেব্যাক পুরস্কার লাভ করেন।