
ঢাকাই সিনেমা'র আলোচিত নায়িকা পরীমনির বিরু'দ্ধে বনানী থা'নায় করা মা'দক মাম'লার তদ'ন্তকাজ প্রায় শেষ পর্যায়ে।
শিগগিরই এ মাম'লা সংক্রা'ন্ত প্রতিবেদন আ'দালতে দাখিল করবে পু'লিশের অ’পরাধ তদ'ন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডির অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পরীমনির বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মাম'লাটির তদ'ন্ত প্রায় শেষ।
এ সংক্রা'ন্ত পু'লিশ রিপোর্ট খুব দ্রুত আ'দালতে জমা দেওয়া হবে।
পু'লিশ রিপোর্টটি চার্জশিট হিসেবে দাখিল করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটি এখনই বলা যাব'ে না।
পু'লিশ রিপোর্ট যে কোনো কিছু 'হতে পারে। এটি চার্জশিট বা অন্য কিছুও 'হতে পারে।
গত ৪ আগস্ট বনানীর বাসায় অ'ভিযান চালিয়ে পরীমনিকে গ্রে'ফতার করে র্যাব'। বাসা থেকে বিদেশি ম'দের খালি বোতল, বোতলভর্তি ম'দ, ইয়াবা, আইস ও এলএসডি জব্দ করা হয়। পরে তার বিরু'দ্ধে বনানী থা'নায় মা'দক মাম'লা করে র্যাব'। একই দিন র্যাব' পরীমনির ঘনিষ্ঠজন ও প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অ'ভিযান চালিয়ে তাকে গ্রে'ফতার ও মা'দক জব্দ করে। তার বিরু'দ্ধে বনানী থা'নায় মা'দক ও প'র্নোগ্রাফি আইনে মাম'লা হয়।
মা'দক মাম'লায় পরীমনিকে তিন দফায় রি'মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন তদ'ন্তসংশ্লি'ষ্টরা।
বনানী থা'নায় পরীমনির বিরু'দ্ধে করা মাম'লার বাদী ছিলেন র্যাব' ১-এর কর্মকর্তা মজিবর রহমান। এজাহারে বলা হয়, গোপ'ন সংবাদের ভিত্তিতে র্যাব' জানতে পারে, বনানীর একটি বাসায় পরীমনি সহযোগী আশরাফুল ইসলাম দীপুর মাধ্যমে বিদেশি ম'দ সংগ্রহ করে বাসায় সংরক্ষণে রেখেছেন। তার শয়নকক্ষের একটি কাঠের ফ্রেমের ভেতর থেকে ১৯ বোতল বিদেশি ম'দ জব্দ করা হয়। প্রতি বোতল ম'দের দাম ৯ হাজার টাকা। এ ছাড়া চার গ্রাম আইস ও একটি এলএসডি ব্লট উ'দ্ধার করা হয়। একই মাম'লায় কবির নামে আরেকজনকেও আ'সামি করা হয়।
প্রথমে মাম'লাটির তদ'ন্ত শুরু করে ঢাকা মহানগর গোয়েন্দা পু'লিশ (ডিবি)। পরে মাম'লাটি সিআইডিতে স্থা'নান্তর করা হয়।