আবারো মাদক মামলায় পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে চার্জশিট

দেশীয় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরু'দ্ধে রাজধানীর বনানী থা'নায় মা'দকদ্রব্য

নিয়ন্ত্রণ আইনের মাম'লায় চার্জশিট দিয়েছেন তদ'ন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল।

সোমবার (৪ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আ'দালতে এটি দাখিল করেন তিনি।

পরীমণি একা নন, মোট তিন জনের বিরু'দ্ধে চার্জশিট দেওয়া হয়েছে।

অ’পর দুই অ'ভিযুক্ত হলেন আশরাফুল ইসলাম দীপু ও কবির হোসেন।

Interesting For You

গত ২৮ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আ'দালত পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল ফোন, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেওয়ার নির্দেশ দেন।

এর দুই দিন আগে আ'দালতে মাম'লার তদ'ন্ত সংস্থা সিআইডি পু'লিশ দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত পরীমণিকে ফিরিয়ে দিতে প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে তদ'ন্ত কর্মকর্তা উল্লেখ করেন, যদি পরীমণিকে তার জব্দকৃত আলামত ও মালামাল ফেরত দেওয়া হয় সেক্ষেত্রে তদ'ন্তে কোনও বিঘ্ন ঘটবে না।

পরীমণির ব্যবহৃত সাদা রঙের একটি গাড়ি ও মোবাইল ফোন, ল্যাপটপসহ আরও অন্যান্য প্রয়োজনীয় জব্দকৃত কিছু জিনিসপত্র ফেরত চেয়ে গত ১৫ সেপ্টেম্বর আইনজীবীরা আ'দালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে বিচারক তদ'ন্ত কর্মকর্তাকে বিআরটিএ থেকে গাড়ির সঠিক মালিকানা যাচাই করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

গত ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমর'ুল কায়েসের আ'দালত ৫০ হাজার টাকার মুচলেকায় পরীমণির জামিন মঞ্জুর করেন। এর আগে ১৯ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আ'দালত একদিন, ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বা'সের আ'দালত দুই দিন এবং ৫ আগস্ট একই মাম'লায় পরীমণির চার দিনের রি'মান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর র'শিদ। তিন দফায় পরীমণিকে মোট সাত দিনের রি'মান্ডে নেওয়া হয়েছে।

গত ৪ আগস্ট রাতে প্রায় চারঘণ্টার অ'ভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আট'ক করে র‍্যাব'। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মা'দকদ্রব্য জব্দ করা হয় বলে জানান র‌্যাব' সদস্যরা। আট'কের পর তাদের নেওয়া হয় র‌্যাব' সদর দফতরে। পরে র‌্যাব'-১ বাদী হয়ে মা'দক আইনে পরীমণির বিরু'দ্ধে মাম'লা করে।