
পুত্র আরিয়ান খান গ্রে'ফতারের পর বেশ বিপাকে পড়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।
এমন পরিস্থিতিতে যেকোনো সময়ে শাহরুখ খানের বাংলো ‘মান্নাত’-এ তল্লা'শি চালাতে পারে ভারতের মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (এনসিবি)।
শনিবার রাতে আট'ক হয়েছিলেন শাহরুখপুত্র। রোববার 'বিকেলে তাকে গ্রে'ফতার করা হয়।
সোমবার আ'দালতে গিয়ে হেফাজতের সময়সীমা বাড়ানোর আবেদন জানাল এনসিবি।
তবে মান্নাতে কখন অ'ভিযান চলবে, তা এখনো স্প'ষ্টভাবে কেউ নিশ্চিত করেনি।
শাহরুখপুত্র আরিয়ান খান ও তার বন্ধু আরবাজ মা'র্চেন্ট যেখান থেকে মা'দক সংগ্রহ করতেন তার সন্ধান পেয়েছে এনসিবি। সে সূত্রে মা'দকের সঙ্গে জড়িত আরও বেশ কয়েকজনের গ্রে'ফতারের সম্ভাবনা তৈরি হয়েছে।
দেশটির নারকোটিক ড্রা'গস ও এনডিপিএস আইন ১৯৮৫ অনুসারে একাধিক ধা'রায় অ'ভিযোগ আনা হয়েছে আরিয়ান খানের ওপর। তার সঙ্গে গ্রে'ফতার হয়েছেন আরও দুই বন্ধু- মুনমুন ধমেচা এবং আরবাজ মা'র্চেন্ট। আপাতত এনসিবি-র হেফাজতে রয়েছেন তারা।
শনিবার নাটকীয় কায়দায় এক বিলাসবহুল প্রমোদতরীতে হানা দেয় ভারতের মা'দক নিয়ন্ত্রক সংস্থার কর্মকর্তারা। ক্রুজে ‘রেভ পার্টি’-র আয়োজনের খবর দিন ১৫ আগেই পেয়েছিল এনসিবি। সেই মতোই ঘুঁটি সাজিয়েছিল তারা। সেখান থেকে শাহরুখ পুত্র আরিয়ান, তার ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মা'র্চেন্টসহ ৮ জনকে আট'ক করে এনসিবি। শনিবার গভীর রাতে এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়ায় বলিউডে।
উল্লেখ্য, শাহরুখ খান ও গৌরী খান দম্পতির প্রথম সন্তান আরিয়ান খান। ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেছেন তিনি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে।