
প্রথমবারের মতো বড়পর্দায় জুটি বেঁধেছেন অ'ভিনেত্রী অ’পু বিশ্বা'স ও চিত্রনায়ক জয় চৌধুরী।
সিনেমা'র নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশিতে সিনেমাটির শেষ ভাগের দৃশ্যধারণ চলছে।
সোমবার শুটিংয়ের ফাঁ'কে ফেসবুক লাইভে আসেন অ'ভিনেত্রী অ’পু বিশ্বা'স।
এসময় প্রিয় নায়িকাকে দেখতে যেন উপচে পড়েছেন মানুষ। বিল্ডিংয়ের ছাদ,
গাছের ডালে বসে থাকতেও দেখা যায় উৎসুক জনতাকে।
এদিন অ’পু বিশ্বা'স সাদা টিশার্ট এবং লাল রঙের হাফপ্যান্ট পরে ছিলেন। ছবিটি ফেসবুকে প্রকাশের পর থেকেই অ’পু বিশ্বা'সের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা। অনেকে কমেন্ট বক্সে বি'ষয়টি নিয়ে সমালোচনায় মুখর।
অ’পু বিশ্বা'স বলেন, ২০১২ সালের পর এই সিনেমায় এত বেশি আয়োজন পেলাম। দেশের সিনেমা'র শুটিং বড় আয়োজনে হচ্ছে, কিন্তু আরেকটু হলে ভালো হয়! এই যে কথাটি আছে তা এই সিনেমায় পেয়েছি। আমাকে আগেই বলা হয়েছিল, বড় আয়োজনে শুটিং হবে। গ্রামের দৃশ্যপটে যা যা প্রয়োজন তার কোনো কিছুরই কমতি রাখেননি।’
গত ১৭ মে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অ’পু বিশ্বা'সের সহশিল্পী হিসেবে কাজ করেছেন জয়। অ’পু-জয় ছাড়াও এতে আরো অ'ভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমা'ন্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।