১০০টিরও বেশি প’র্ন ভিডিও ৯ কোটিতে বিক্রির চেষ্টা ছিল রাজের

প'র্ন ফিল্ম কাণ্ডে গতকাল (২০ সেপ্টেম্বর) জামিন পেয়েছেন বলিউড অ'ভিনেত্রী শিল্পা শেঠির স্বামী ও ব্যবসায়ী রাজ কুন্দ্রা।

এরপর আজ সকাল সাড়ে ১১টায় মুম্বাইয়ের আর্থুর রোডের কারা'গার থেকে মুক্ত হন তিনি।

তবে এর কিছুক্ষণের মধ্যেই চাঞ্চল্যকর তথ্য দিয়েছে ভারতীয় পু'লিশ।

মুম্বাই ক্রা'ইম ব্রাঞ্চের দাবি, রাজ কুন্দ্রার কাছ থেকে একশটিরও বেশি প'র্ন ভিডিও পাওয়া গেছে। আর তা প্রায় ৯ কোটি টাকার বিনিময়ে 'বিক্রি করার পরিকল্পনা ছিল তার।

সংবাদসংস্থা এএনআই মা'রফতে জানা যায়, রাজ কুন্দ্রার বাড়ি ও অফিসে তল্লা'শি চালিয়ে মোবাইল, ল্যাপটপ ও হার্ডড্রাইভগু'লো উ'দ্ধার করে পু'লিশ।

Interesting For You

সেখান থেকেই এই প'র্ন ভিডিওগু'লো পাওয়া যায়। রাজের কাছে মোট ১১৯টি প'র্ন ভিডিও ছিল।

বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা'র খবর, রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাতিল ইন্ডিয়া টুডেকে বলেছেন, ‘কুন্দ্রা কখনোই কনটেন্টগু'লো অ্যাপে আপলোড করেননি। এক হাজার ৪০০ পৃষ্ঠার অ'ভিযোগপত্রের কোথাও এ প্রমাণ নেই যে কুন্দ্রা একটি কনটেন্টও আপলোড করেছেন।’

তবে অ'ভিযোগপত্রে শিল্পা শেঠিকে অন্যতম সাক্ষী রাখা হয়েছে।

উল্লেখ্য, গত ১৯ জুলাই প'র্ন ফিল্ম কাণ্ডে রাজ কুন্দ্রাকে গ্রে'ফতার করে মুম্বাই পু'লিশ। তারপর প্রায় দু’মাস হাজতে ছিলেন তিনি। এই সময় তার বিরু'দ্ধে একাধিক মডেল ও অ'ভিনেত্রী প্রকাশ্যে অ'ভিযোগ করেছেন। রাজ কুন্দ্রাই প'র্ন ব্যবসায় নামতে বাধ্য করেছেন বলে দাবি করেছেন পুনম পাণ্ডে ও শার্লিন চোপড়া।