সম্পর্ক নিয়ে গুঞ্জন, প্রভার জন্মদিনে একসঙ্গে ছবি দিলেন যশ-নুসরাত

ঈশানের মা এবং বাবা প্রথম বার একসঙ্গে ছবি দিলেন ইনস্টাগ্রামে।

নুসরাত জাহানের ঘনিষ্ঠ বন্ধু প্রভা আগওয়ালের জন্ম'দিন পালন করতে গিয়েছিলেন নুসরাত এবং তার সঙ্গী যশ দাশগু''প্ত ।

সেখানে তোলা একটি সেলফি তার ইনস্টাগ্রাম স্টোরিতে দিলেন যশ।

ছবিতে দেখা যাচ্ছে, কালো পোশাকে সেজেছেন ‘যশরত’।

Interesting For You

প্রভাকে মাঝখানে দাঁড় করিয়ে দু’জনে দু’পাশ থেকে তাকে জড়িয়ে ধরেছেন। সেলফি তোলার দায়িত্ব পালন করে‌ছেন ঈশান-জনক।

যশ এই ছবিটি স্টোরিতে দেওয়ার পর নুসরাত সেটিকে শেয়ার করেছেন। যশের মতো তিনিও প্রভাকে জন্ম'দিনের শুভেচ্ছা জানিয়েছেন।

সদ্য কাজে ফিরেছেন ঈশান-জননী। গত ১ অক্টোবর সুদেষ্ণা রায়, অ'ভিজিৎ গু'হ-র আগামী ছবি ‘জয় কালী কলকাত্তেওয়ালি’র কাজ করতে রাজারহাটে যান সাংসদ-তারকা। সে উপলক্ষে মেকআপ ভ্যানে কেকও কে'টেছেন তিনি।

মা হওয়ার পর শনিবার প্রথম নিজের লোকসভা কেন্দ্র বসিরহাটে গিয়েছিলেন নুসরাত। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরাত বলেন, আমা'র পরিবার অনেক বড়। শুধু ঈশানকে দেখলে তো হবে না। এখানকার মানুষজনও আমা'র পরিবার। মা হওয়ার পর ছ’স'প্ত াহও বিশ্রাম নিইনি। তার আগেই কাজে বেরিয়েছি। তবে আমা'র গোটা টিম এখানে (বসিরহাটে) কাজ করেছে। এখানে আমা'র আসার থেকেও মানুষের কাজ হওয়াটা বেশি জরুরি।