
মুঠোভর্তি কাজ। পূজায় ‘এফআইআর’ প্রেক্ষাগৃহে আসছে ১০ অক্টোবর, পঞ্চমীর দিন।
অঙ্কুশ হাজরাকে আর পায় কে! আনন্দে বেসামাল অ'ভিনেতা ক্যামেরার সামনেই প্রেমিকা ঐন্দ্রিলা সেনের গালে সশব্দে চুমুর পর চুমু খেয়ে চললেন।
এমন মি'ষ্টি হাম'লার জন্য মোটেই তৈরি ছিলেন না অ'ভিনেত্রী। চুমু খাওয়া চোটে স্তব্ধ তিনি, 'হতবাকও।
অঙ্কুশ তাকে ছাড়তেই 'হতভম্ব ঐন্দ্রিলা অ'সহায়ভাবে নিজের গাল মুছতে মুছতে তাড়াতাড়ি ক্যামেরার সামনে থেকে সরে গিয়েছেন।
কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। তারকা যুগলের অ'সংখ্য অনুরাগী অ'ভিনেত্রীর মতোই প্রথমে বিস্মিত। ঘোর কাটতেই তারা ঝাঁপিয়ে পড়েছেন মন্তব্য বাক্সে। একটাই মতামত ঘুরেফিরে এসেছে, চুমুটা ফাটাফাটি!
প্রকৃত ঘটনা কিন্তু অন্য। শেষ মুহূর্তে ছবির প্রচারে বেজায় ব্যস্ত অ'ভিনেতা। জয়দীপ মুখোপাধ্যায় পরিচালিত এই ছবির ট্রেলার ইতোমধ্যেই দর্শক মহলে সাড়া ফেলেছে। অঙ্কুশ ছাড়াও ছবিতে দেখা যাব'ে ঋতাভরী চক্রবর্তী, বনি সেনগু''প্ত , শান্তিলাল মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী এবং ফালাক রাশিদ রায়কে।