
বলিউডের মতো দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও বিচ্ছেদের খবর। অবশেষে স্বামী অ'ভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে চার বছরের সংসারজীবনের ইতি টেনেছেন সামান্থা রুথ প্রভু।
আজ (শনিবার) 'বিকেলে সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন দম্পতি।
চলতি বছরের জুলাই নাগাদ দু’জনের বিবাহবিচ্ছেদের গু'ঞ্জন প্রবল হয়। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি নিজের নাম বদলে ফেলেন সামান্থা।
পদবি আক্কিনেনি বদলে শুধুমাত্র ‘S’ করে দেন তিনি, যার জেরেই যত কানাঘুঁষো।
কিন্তু কখনোই স্প'ষ্টভাবে বিচ্ছেদের কথা স্বীকার করেননি নাগা চৈতন্য বা সামান্থা কেউই।
যৌ'থ বিবৃতিতে নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি বলেন, শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি, বহু আলোচনা ও চিন্তাভাবনার পরে আমর'া স্বামী-স্ত্রী থেকে আলাদা হওয়ার সি'দ্ধান্ত নিয়েছি এবং নিজেদের পথ বেছে নিয়েছি। এক দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব, যা ভবি'ষ্যতেও বহাল থাকবে। ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানান, তারা যেন এ যুগলের পাশে থাকেন।
এদিকে এই বিচ্ছেদ থেকে নাকি বেশ লাভবানই 'হতে চলেছেন সামান্থা। স্বামীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা খোরপোশ পেতে চলেছেন তিনি।
প্রসঙ্গত, ২০১৭ সালে গোয়াতে বিবাহ বন্ধনে আব'দ্ধ হয়েছিলেন নাগা চৈতন্য ও সামান্থা। হিন্দু ও খ্রিস্টান দুই রীতিতেই বিয়ে করেছিলেন তারা। এই মুহূর্তে আমির খানের সঙ্গে লাল সিং চাড্ডার শুটিংয়ে ব্যস্ত নাগা চৈতন্য। অ’পরদিকে ওয়েব সিরিজ দিয়ে বলিউডে পা রেখেছেন সামান্থাও।