‘টাকা থাকলে রূপও বদলে যায়’

সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করেই আলোচনায় থাকতে পছন্দ করেন বলিউড অ'ভিনেতা কমল র'শিদ খান।

সুযোগ পেলেই বলিউডের উঠতি থেকে জনপ্রিয় তারকাদের পেছনে লেগে পড়েন তিনি।

এবার সেই তালিকায় যোগ হল বলিউডের বাঙালি সুন্দরী মৌনী রায়ের নাম।

মৌনী রায়ের চেহারা নিয়ে নিয়ে কটাক্ষ করলেন কমল। তার মতে, মৌনি এখন যেভাবে তার রূপের ঝলকানিতে বলিউড আলোকিত করে চলেছেন, শুরুর দিকে এমনটা ছিলেন না।

মৌনী রায় নাকি টাকা দিয়ে নিজের চেহারায় সৌন্দর্য বৃ'দ্ধি করেছেন।

সম্প্রতি টুইটারে মৌনীর একটি ছবি পোস্ট করেছেন কমল। সেখানে তার বিভিন্ন বয়সের চেহারার ছবি পোস্ট করেছেন। সময়ের সঙ্গে মৌনীর পরিবর্তন সেই ছবিতে দৃশ্যমান।

Interesting For You

সেই ছবির ক্যাপশনে কমল লিখেছেন, ‘টাকা থাকলে রূপও বদলে যায়। দে খু'ন, মৌনী রায় কী ভাবে নিজেকে বদলাতে থাকেন।’

কমলের এই টুইটের পর অনেকেই তার সঙ্গে একমত হলে কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন।

তারা লিখেছেন, ‘কিঁউকি সাস ভি কভি বহু থি’- সিরিয়ালে অ'ভিনয়ের সময় এতোটা সুশ্রী ছিলেন না মৌনী। হয়তো তিনি মুখে প্লাস্টিক সার্জারি করিয়েছেন।’

মৌনীকে নিয়ে এই গু'ঞ্জন চাঙা হওয়ার আরো একটি কারণ রয়েছে। সুরজ নাম্বিয়ার নামে দুবাইয়ের এক ব্যবসায়ীর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন মৌনী। আগামী বছর জানুয়ারি মাসে বিয়ে প্রেমের পরিণতি টানবেন এ জুটি। হবুস্ত্রীর জন্য দুহাতে অর্থ খরচ করছেন সুরজ। মৌনীর এই আমূল পরিবর্তনে সুরজের হাত থাকতে পারে বলে ধারণা অনেকের।

প্রসঙ্গত, মৌনি রায়ের জন্ম ও বেড়ে ওঠা কোচবিহারে। ২০০৪ সালে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে মুম্বাইতে কাজ শুরু করলেও উল্লেখ করার মতো চরিত্র পাননি তখন। ২০০৬ সালে ভারতের জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ -এ অ'ভিনয় করে পরিচিতি পান।

এরপর একতা কাপুরের তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘নাগিন’ দিয়ে সবার নজর কাড়েন। ২০১৮ সালে সুপারস্টার অক্ষয় কুমা'রের বিপরীতে ‘গোল্ড’ সিনেমায় অ'ভিনয় দিয়ে বলিউড যাত্রা শুরু হয় তার। এরপর বলিউডের অনেক আইটেম গানে মৌনি রায়কে দেখা গেছে।