
টালিউড অ'ভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায় বেড়ে উঠেছেন কলকাতা সাধারণ মধ্যবিত্ত পরিবারে।
বাবা থিয়েটার করতেন। সে কারণে তিনি ছোটবেলা থেকেই প্রচুর থিয়েটার দেখেছেন। তখন থেকেই তার থিয়েটারের প্রতি আকর্ষণ।
তিনি বলেন, ছোটবেলায় আমি নাটকের স্ক্রিপ্টও লিখেছি। ক্লাস ফাইভ থেকে আমা'র নির্দেশনায় অনেক নাটক
করিয়েছি, নাচও। এখন সে সব ভাবলে অবাক লাগে! ক্লাস সিক্সে পড়ার সময় নাটকের শো নিয়ে কলকাতা থেকে মুম্বাই পাড়ি দেন। এরপর আর তাকে পেছন ফিরে তাকাতে হয়নি। একের এক সাফল্য তার ঝুলিতে রয়েছে।
ব্যক্তিজীবন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, কলেজ জীবনে রেগে গেলে, বাড়ি থেকে বেরিয়ে যেতাম। তখন তো আমা'র কোথাও যাওয়ার জায়গা ছিল না, আমি হাঁটতে শুরু করতাম। একটা দূরত্ব পর্যন্ত গিয়ে হাঁটতে হাঁটতে আবার বাড়ি ফিরে আসতাম।
ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, কনীনিকা বলেন,‘কলেজ জীবনে অনেককে প্রেম করতে লেকে যেত দেখেছি। সবাই খারাপ জায়গা’ বলে আলাদা করে লেককে সরিয়ে রাখত। কিন্তু আমর'া দলবেঁধে বন্ধুরা মিলে যেতাম, প্রেম করা দেখতাম। তখন যদিও প্রেমটা এতটা শরীরী ছিল না।