
ভারতীয় বাংলা সিনেমা'র জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী জানিয়েছেন, এখনই বিয়ের পিঁড়িতে বসতে চান না তিনি।
দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি।
বিয়ের প্রসঙ্গ উঠতেই মিমি বলেন, উফ, কেন! আমা'র তো মোটে ২৮ বছর বয়স! এখনই কেন বিয়ে করে নিতে হবে?
সাক্ষাৎকারে নিজের অনেক ব্যক্তিগত বি'ষয় নিয়েও কথা মিমি। তিনি বলেন, আমি কিন্তু কখনওই নিজের ব্যক্তিগত বি'ষয় নিয়ে কারও কাছে গল্প করতে যাই না।
বেশির ভাগ সময়ে দেখেছি লেখা হয়, মিমি নাকি এ রকম করেছে, তা হলে কি ব্যাপারটা এই… এ সব।
মিমি বলেন, কোথাও আমা'র বক্তব্য পাবেন না কিন্তু। এবং আমা'র মন্তব্য থাকে না বলেই লোকে ধারণা করে নেয়, মিমি এখানে গিয়েছে, ওখানে পার্টি করছে। এর ফলে মুশকিলটা হয়, আমা'র বাড়ির লোক ভীষণ চিন্তায় পড়ে যায়।
তিনি বলেন, আমা'র কাছে কমফর্ট খুব বড় ব্যাপার। স্ট্রং-ইন্ডিপেন্ডেন্ট চরিত্রগু'লোয় আমি নিজে খুব কমফর্টেবল।