পরীমণির এবারই প্রথম

চিত্রনায়িকা পরীমণিকে এবার মায়ের চরিত্রে দেখতে পাবেন সিনেমাপ্রেমীরা। সাধারণত পর্দায় নায়িকার ভূমিকায় দেখা গেলেও এবারই প্রথম মায়ের রূপে অ'ভিনয় করবেন তিনি। সিনেমা'র নাম ‘মা’।

আর এটি পরিচালনা করছেন নির্মাতা অরণ্য আনোয়ার।অরণ্য আনোয়ার এবারই প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করছেন। এর আগে দীর্ঘ তিন

দশক টেলিভিশন সিরিজ ‘নুরুল হুদা’ পরিচালনা করেছেন তিনি।

‘নুরুল হুদা একদা ভালোবেসেছিল’, ‘অতঃপর নুরুল হুদা’, ‘আমা'দের নুরুল হুদা’ পরিচালনা করে বেশ খ্যাতি লাভ করেন অরণ্য। আর ‘মা’ হচ্ছে তার ক্যারিয়ারের প্রথম সিনেমা।নির্মাতা জানিয়েছেন, ‘মা’ সিনেমা'র গল্প সাজানো হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। ১৯৭১ সালে

Interesting For You

দেশ স্বাধীনের সময় মৃ'ত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে এক অ'সহায় মায়ের আবেগের ঘটনা তুলে ধ’রা হবে এই সিনেমায়। আর সেই অ'সহায় মায়ের ভূমিকায় অ'ভিনয় করছেন পরীমণি।আরও পড়ুন: ‘সু'ইসাইড নোট’ লিখে অ'ভিনেত্রীর আ'ত্মহ'ত্যাধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ‘মা’ সিনেমায় চুক্তিব'দ্ধ হয়েছেন গ্ল্যামা'রস গার্ল পরী। তবে চলতি বছর কোনো শিডিউল না থাকায় আগামী নতুন বছরের জানুয়ারিতে এর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন অরণ্য।চিত্রনায়িকা পরী নতুন এই সিনেমা'র বি'ষয়ে বলেন,

আমি এমন চরিত্রে আর কাজ করিনি। আমা'র তো মা নেই। এবার আমি সেই মায়ের চরিত্রে অ'ভিনয় করবো। আশা করছি নিজেকে ভাঙতে পারব আমি।আরও পড়ুন: সিনেমা মুক্তির আগের দিন করোনা আ'ক্রা'ন্ত নায়কএদিকে নির্মাতা অরণ্য আনোয়ার জানিয়েছেন, মায়ের চরিত্রে অ'ভিনয় করার জন্য পরী রাজি হবেন কিনা তা নিয়ে দ্বিধায়

ছিলাম। কিন্তু গল্পটি শোনার পর পরী যেভাবে গ্রহণ করলেন তাতে আমি মুগ্ধ ও বিস্মিত।‘মা’ সিনেমাটি যৌ'থভাবে প্রযোজনা করছেন প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও অরণ্য আনোয়ার। এতে পরীমণি ছাড়া আর কে কে থাকছেন তা শিগগিরই জানানো হবে বলে জানিয়েছেন নির্মাতা।