
আগস্টের পর যেকোনো সময় আবার বিয়ে পিঁড়িতে বসতে যাচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা
ন্যানসি। সম্প্রতি গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি। বলেছেন, সেপ্টেম্বরেই বিয়ের পরিকল্পনা
আছে তার। আর এরই মধ্যে দ্বিতীয় স্বামী জায়েদের সঙ্গে তার বিচ্ছেদ সম্পন্ন হয়েছে।
এসব বি'ষয়ে সামাজিক যোগযোগমাধ্যম ফেসবুকে আজ সোমবার একটি স্ট্যাটাসও দিয়েছেন ন্যানসি। পোস্টে তিনি বলেন, ‘সবাই আমা’র বিচ্ছেদ নিয়ে পড়ে আছেন। কিন্তু আমি তো সামনে তাকাতে চাই। বিয়েটাও তো মধুর কিছু। খুব দ্রুতই আমি বিয়ের পিঁড়িতে বসতে চাই। যদি সম্ভব 'হতো আগস্ট মাসেই সেটা করতাম। কিন্তু শোকের মাসের পরই সুসংবাদ দিতে চাই।’
এদিকে, গতকাল ছিল বিশ্ব বন্ধু দিবস। এদিন প্রিয় বন্ধুকে শুভেচ্ছা জানাতে ভুল করেননি কেউ। নেটদুনিয়া জুড়েই ছিল বন্ধু দিবসের নানা শুভেচ্ছা বার্তা। সাবেক স্বামী জায়েদকে ‘বন্ধু’ বলে ন্যানসিও জানিয়েছেন বন্ধু দিবসের শুভেচ্ছা। সঙ্গে প্রকাশ করেছেন একটি ছবি। যেখানে দেখা যায়, ন্যানসি ও জায়েদের সঙ্গে মে’য়ে মা’র্জিয়া বুশরা রোদেলাও আছে। আর ক্যাপশনে লিখেছেন, ‘আমা’র জীবনের সেরা বন্ধু যুগলকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা।’
উল্লেখ্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জ’ড়িত রয়েছেন।