
ঢালিউডের লাস্যময়ী অ’ভিনেত্রী পরীমনি। নজরকাড়া গ্ল্যামা’র আর অ’ভিনয় গু'ণে অল্প সময়ে চলচ্চিত্রে
জনপ্রিয়তা অর্জন করেছেন পরীমনি। ট্রমা কাটিয়ে উঠেছেন এ অ’ভিনেত্রী। শ’ঙ্কা কাটিয়ে আবারো দাঁড়াতে যাচ্ছেন লাইট-ক্যামেরার সামনে।
বৃহস্পতিবার (২৯ জুলাই) একটি স্ট্যাটাস দিয়েছেন পরীমনি। ‘জীবন’ নিয়ে তার উপলব্ধি তুলে ধরেছেন এ স্ট্যাটাসে।
স্ট্যাটাসে তিনি লিখেছেন, জীবন হলো আইসক্রিমের মতো! কামড়ে খাওয়ার তাড়া থাকতে নেই।এতে স্বাধ অনুভব হয় না। শুধু খাওয়াটাই হয়। স্বাধ পেতে হলে চেটেই খাও। তোমা’র ঠোঁট, জিভ, দাঁত, গলা, চিবুক আর তোমা’র পাকস্থলীকে টের পেতে দাও এর হিম! জীবনও তাই, শুধু সুখটুকুতে এর বিস্বাধ ধরে! তাই তাকেও এর কা’ন্না, দুঃখ, 'হতাশা, আনন্দ, বেদনা, ভালোবাসা সবটাই দিও। জীবনের পুরোটা উপভোগ করাই তো জীবন..!
এদিকে, রাশিদ পলা’শ পরিচালিত ‘প্রীতিলতা’ সিনেমায় অ’ভিনয় করেছেন পরীমনি। পরীমনির ধ্যানজ্ঞান এখন ‘প্রীতিলতা’ সিনেমা নিয়ে। সম্প্রতি এ সিনেমা’র ফার্স্টলুক প্রকাশ হয়েছে। পোস্টারে ‘প্রীতিলতা’ রূপে দেখা গেছে পরীমনিকে। ব্রিটিশ বিরোধী বিপ্লবী নারী শ’হীদ প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত হচ্ছে সিনেমাটি। এর চিত্রনাট্য করেছেন গো’লাম রাব্বানি।