‘পরিচালক ডেকে বললেন, বিছানায় চলো’

হলিউডে #MeToo-র জেরে যৌ'ন নিগ্রহের একের পর এক অ'ভিযোগ প্রকাশ্যে এলেও ভারতীয় ছবিতে এখনও সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই প্রতিবাদ।

যদিও দুনিয়ার বৃ'হত্তম ফিল্ম ইন্ডাস্ট্রিতেও হার্ভে ওয়েনস্টেইনের মতো মানুষেরা রয়েছেন বলে স্বীকার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া সহ অনেক বলিউডি তারকাই।

এহে'ন সময়েই এক পরিচালকের বিরু'দ্ধে যৌ'ন হে'নস্থার অ'ভিযোগ আনলেন মালয়ালম অ'ভিনেত্রী দিব্যা উন্নি। ২ বছর আগের এক ঘটনার কথা সংবাদমাধ্যমকে জানিয়েছেন মালয়ালি অ'ভিনেত্রী।

Interesting For You

সংবাদসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে দিব্যা জানান, ২০১৫ সালে কেরালা গিয়েছিলেন তিনি। একটি ছবির বি'ষয়ে আলোচনার জন্য দিব্যাকে হোটেলে ডাকেন পুরস্কারপ্রা'প্ত এক পরিচালক। ‘রাত ৯টায় উনি হোটেলে ডেকেছিলেন। পৌঁছতেই দেখলাম শুয়ে রয়েছেন। সোজাসুজি যৌ'নতার প্রস্তাব দেন আমায়।’ সাক্ষাৎকারে জানান তরুণ অ'ভিনেত্রী। আরও বলেন, ‘ওই পরিচালক আমায় বলেন, এই লাইনে সফল 'হতে গেলে, 'ত্যাগ করতে হবে।’

তবে ওই প্রস্তাবে রাজি হননি দিব্যা। ফলে ছবিটিই হাতছাড়া হয়েছিল তাঁর। তবে তাতে আ'ক্ষেপ নেই দিব্যা উন্নির। অ'ভিযুক্ত পরিচালকের নাম ও পরিচয় না জানালেও ‘ট্রাফিক’ ছবির অ'ভিনেত্রীর দাবি, ‘আমর'া প্রায়ই অ'ভিনেত্রীদের হোটেলে ডাকার ঘটনা শুনে থাকি। শুনি কারণ ঘটে বলে।’