পরিচালক বলেন, পরে ডেট মেলাতে পারলে উনি আমাকে নক করবেন

সম্প্রতি পরীমণির চুক্তিব'দ্ধ হওয়া ‘মা’ ছবির পরিচালক অরন্য আনোয়ারের নামে প্রতারণার অ'ভিযোগ

তুলেছেন নাটকের অ'ভিনেত্রী নাজিয়া হক অর্ষা। অ'ভিনেত্রীর দাবি মা ছবিটি তার করার কথা ছিলো।

ছবিটিতে চূড়ান্তের বি'ষয়ে মিটিংয়ের দিন ক্ষণও ঠিক করা ছিলো । শিডিউল বি'ষয়ে প্রায় চূড়ান্ত আলাপ

হওয়া। কিন্তু পরিচালক হুট করে বলে ছবিটির শুটিং পিছিয়ে গেছে। তাই আপাতত শিডিউল ক্যান্সেল।

ছবিটি নিয়ে পরে তার সঙ্গে যোগাযোগ করা হবে। ‘মা’ ছবিটি ১৯৭১ সালে সাতমাস বয়সী মৃ'ত এক

সন্তানকে নিয়ে তার অ'সহায় মায়ের আবেগের গল্প। গতকাল ছবিটিতে চুক্তিব'দ্ধ করা হয় পরীমণিকে।

Interesting For You

অর্ষা বলেন, ‘এই গল্পের ছবিটি করার কথা ছিলো আমা'র। অথচ আমাকে কিছু না বলেই জনপ্রিয় একজন নায়িকাকে চুক্তিব'দ্ধ করেন। তাকে চুক্তিব'দ্ধ করার পরও পরিচালক আমা'র সঙ্গে ক্রমাত মিথ্যা কথা বলে যাচ্ছেন।’

বি'ষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন অর্ষা। স্ট্যাটাসে অবশ্য পরিচালকের নাম লিখেননি তিনি। পরিচালকের নাম উল্লেখ না করে লিখেছেন, খুব সিনিয়র ডিরেক্টের বেশির লোকই তাকে চেনেন। কয়েকদিন আগে সিনেমা করবেন বলে আমাকে নক করেন।

বলেন আমাকে লাগবেই তার চরিত্রের জন্য। আমি বললাম এতো হুট করে সিনেমা'র ডেট ম্যানেজ করা তো কঠিন। ডিরেক্টর অনেক রিকোয়েস্ট করলেন, আমি রাজি হলাম । সব শিডিউল ম্যানেজ করলাম। মিটিং হওয়ার কথা আমা'দের দিন দিন পর। আজকে উনি বললেন, কিছু টেকনিক্যাল বি'ষয়ের জন্য কাজটা হচ্ছে না। ডেট ক্যান্সের করতে হচ্ছে। পরে ডেট মিলাতে পারলে উনি আমাকে নক করবেন। এই এসএমসটা পড়ার আগেই আমি নিউজ দেখলাম যে আমা'র ডিরেক্টর গতকাল একজন বিখ্যাত অ'ভিনেত্রীকে লক করেছেন তার সিনেমায়।

বি'ষয়টিকে হাস্যকর উল্লেখ করে করেছেন অর্ষা। পাশাপাশি পরিচালকের মিথ্যাচার ও অ'সত বি'ষয়ে তিনি বলেন বি'ষয়টা হাস্যকর হয়ে গেলো না? শুটিং হবে জানুয়ারিতে কারণ ওই অ'ভিনেত্রীর ডেট নেই তাই। আমা'র সঙ্গে কাজ নাই 'হতে পারে কিন্তু মিথ্যা আর অ'সততা দিয়ে আপনি বেশিদূর যেতে পারবেন না। শুভ কামনা আপনার অ'সত আর প্রথম সিনেমা'র জন্য।

অর্ষার এমন অ'ভিযোগ নিয়ে যোগাযোগ করা হয় পরিচালক অরন্য আনোয়ারের সঙ্গে। সমকালকে তিনি বলেন, এ বি'ষয়ে বললে তো অনেক কিছুই বলা হবে। শুধু বলবো ছবিটি নিয়ে যখন অর্ষার সঙ্গে কথা হয় তখন এটাকে তেমন গু'রুত্বপূর্ণ প্রজেক্ট মনে হয়নি তার। টাকা পারশ্রমিক অগ্রিম দাবি করেছে। আরও অনেক বি'ষয় রয়েছে। তবে যখন পরীমণিকে চুক্তিব'দ্ধ হওয়ার খবর পেয়েছে তখন তার কাছে এটা গু'রুত্বপূর্ণ মনে হয়েছে।’

আনোয়ার আরও বলেন, ‘পরীমণি ছবির গল্প যেভাবে রিসিভ করেছেন সে তার আগ্রহের বিন্দুমাত্রও অর্ষার মাঝে দেখা যায়নি। অর্ষার আচরণে আমি ক'ষ্ট পেয়েছি। সে তো আমা'র কাছের ছিলো। টাকা পয়সার বি'ষয়েও আমাকে বিশ্বা'স করেনি। আমা'র মনে হয় মেয়েটা ভুল করেছে।’