একসাথে থাকার জন্যে প্রতি রাতে হোটেলে এক লাখের বেশি খরচ রণবীর-আলিয়ার

বলিউড অ’ভিনেতা রণবীর কাপুর নিজের ৩৯তম জন্ম’দিন পালন করতে প্রে’মিকা আলিয়া ভাটের

সঙ্গে সোমবার (২৭ সেপ্টেম্বর) যোধপুর পাড়ি জমিয়েছিলেন। জানা যায়, ওই ক্যাম্পের বিলাসবহুল

সুইটে ছিলেন রণবীর-আলিয়া। যার ভাড়া রাতপিছু ৯১ হাজার ভা’রতীয় রুপি। যা বাংলাদেশের হিসাবে প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা।

Interesting For You

এর পরদিন সোশ্যাল মিডিয়ায় দুজনের একটি ছবি পোস্ট করে রণবীরকে জন্ম’দিনের শুভেচ্ছা জানান অ’ভিনেত্রী আলিয়া ভাট। ছবিতে দেখা যায়, রাজস্থানের পাহাড়ঘেরা এক জায়গায় একসঙ্গে সূর্যাস্ত দেখছে তারা। ছবিটি ভাই’রাল হওয়ার পর জানা যায়, রাজস্থানের জাওয়াই নামের একটি জায়গায় ছিলেন রণবীর-আলিয়া। এটি জঙ্গলের মধ্যে একটি গ্রাম। সেখান থেকে জঙ্গল সাফারিতেও ঘুরে বেড়িয়েছেন তারা।

এ বি'ষয়ে আরো জানা যায়, সুজান জাওয়াই নামের একটি ক্যাম্পে ছিলেন তারা। গ্রানাইট পাথরের পাহাড়ের মাঝে তৈরি এই ক্যাম্পটি। ঘন জঙ্গলের মাঝে এই ক্যাম্পের এক রাতের ভাড়া শুনলে চ’মকে যাব'ে যে কেউ। বুধবার (২৯ সেপ্টেম্বর) যোধপুর থেকে মুম্বাই ফিরে আসেন আলিয়া-রণবীর। যোধপুর বিমানবন্দরে ভক্তদের ক্যামেরায় ফ্রেমব’ন্দি হন এই তারকা প্রে’মিক যুগল।