ব্যাভিচারের দায়ে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের

অন্যের স্ত্রীকে প্র'লোভন দেখিয়ে নিজের কাছে নিয়ে যাওয়া, মানহানি ও ব্যাভিচারের অ'ভিযোগ এনে ক্রিকেটার নাসির ও তার স্ত্রী তাম্মির বিরু'দ্ধে আ'দালতে একটি প্রতিবেদন দাখিল করেছে পিবিআই। সেখানে উল্লেখ করা হয়েছে, নাসিরের বিয়েটা বৈধ হয়নি।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেৎ মোহাম্ম'দ জসীমের আ'দালতে এই প্রতিবেদন দাখিল করেন পিবিআইয়ের তদ'ন্ত কর্মকর্তা মিজানুর রহমান।

প্রতিবেদনে বলা হয়, তাম্মির আগের বিয়ে হয়েছিল রাকিবের সাথে। সেই বিয়ের বিচ্ছেদের নথিপত্র জা'লিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। রাকিবকে তালাক না দিয়েই তাম্মি বিয়ে করেন নাসিরকে। তালাক হনি জেনেও নাসির তাম্মিকে বিয়ে করেছেন। তাম্মি তালাক দেয়নি রাকিবকে। আর রাকিবও কোনো তালাক নোটিশ পাননি।

Interesting For You

নাসিরের বিরু'দ্ধে আনীত অ'ভিযোগ সংক্রা'ন্ত আইনে বলা হয়েছে অন্যের স্ত্রীকে জ্ঞাতভাবে যদি কোনো পু’রুষ ফুসলিয়ে বা প্রলুব্ধ করে যৌ'নসঙ্গমের জন্য কোথাও নিয়ে যায় বা কোথাও আট'কে রাখে তাহলে সেটা একটি অ’পরাধ যা দ'ণ্ডবিধির ৪৯৮ ধা'রা অনুযায়ী সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারা'দ'ণ্ডনীয়, অথবা অর্থদ'ণ্ড কিংবা উভয়দ'ণ্ডে দ'ণ্ডনীয় হবে।

দ'ণ্ডবিধির ৪৯৭ ধা'রায় ব্যভিচারের শা'স্তির উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি এমন কোনো বিবাহিত নারীর সঙ্গে তার স্বামীর সম্মতি ছাড়া যৌ'নসঙ্গম করে এবং অনুরূপ যৌ'নসঙ্গম যদি ধ'র্ষণের অ’পরাধ না হয়, তাহলে সে ব্যক্তি ব্যভিচারের দায়ে দায়ী হবে। যার সর্বোচ্চ শা'স্তি ৭ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারা'দ'ণ্ডসহ উভয় দ'ণ্ড। তবে ব্যভিচারের ক্ষেত্রে স্ত্রীলোকটির কোনো শা'স্তির বিধান আইনে নেই।

অ'ভিযোগ প্রমাণিত হলে নাসিরের সর্বোচ্চ শা'স্তি ৭ বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম বা বিনাশ্রম কারা'দ'ণ্ডসহ উভয় দ'ণ্ড 'হতে পারে।