
ক্রিকেটার নাসির হোসেন ও এয়ারলাইন্স কোম্পানি সৌদিয়ার কেবিন ক্রু তামিমা সুলতানা তাম্মী সহ তিনজনকে আ'দালতে হাজির 'হতে সমন জারি করা হয়েছে।
এ সংক্রা'ন্ত মাম'লায় তাদের বিরু'দ্ধে গ্রে'ফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর হাকিম মোহাম্ম'দ জসীমের আ'দালত এ সমন জারি করেন। নাসির-তামিমা ছাড়াও অ’পর ব্যক্তি হলেন তামিমা'র মা সুমি আক্তার।
মাম'লার বাদী তামিমা'র আগের স্বামী রাকিবের আইনজীবী অ্যাডভোকেট ইশরাত হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এদিন মাম'লার তদ'ন্ত কর্মকর্তা পু'লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন আমলে নিয়ে গ্রে'ফতারি পরোয়ানা জারি করার আবেদন করা হয়। আ'দালত নথি পর্যালোচনায় আদেশ পরে দেবেন বলে জানান।
এদিন মাম'লাটির তদ'ন্ত প্রতিবেদন জমা দিয়েছে পু'লিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)। এই প্রতিবেদনে নাসির ও তাম্মির বিয়ে আইন অনুযায়ী বৈধ হয়নি।
প্রতিবেদনে বলা হয়, তামিমা'র আগের স্বামী রাকিব হাসানকে ডিভোর্স দেয়া সংক্রা'ন্ত কাগজপত্র জালজা'লিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। নাসিরকে বিয়ের আগে রাকিবকে ডিভোর্স দেননি তামিমা। তাই নাসির-তামিমা'র বিয়ে আইনত অবৈধ।
এরপর আ'সামিদের বিরু'দ্ধে গ্রে''প্ত ারি পরোয়ানা জারির আবেদন করে বাদী পক্ষ।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি তাম্মির স্বামী দাবি করে রাকিব হাসান মাম'লাটি করেন। মাম'লায় আগের বিয়ে গোপ'ন রেখে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় অ'ভিযোগ আনা হয়।
মাম'লার নথি থেকে জানা যায়, ২০১১ সালের ২৬ ফেব্রুয়ারি তাম্মি ও রাকিবের বিয়ে হয়। তাদের আট' বছরের একটি মেয়েও রয়েছে। তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তাম্মি ও ক্রিকেটার নাসির হোসেনের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা রাকিবের নজরে আসে। পরে পত্র-পত্রিকায় তিনি ঘটনার বি'ষয়ে জানেন।
মাম'লায় আরও বলা হয়, তাম্মি ও নাসিরের এমন অনৈ'তিক ও অবৈধ সম্পর্কের কারণে রাকিব ও তার শিশু কন্যা মানসিকভাবে বিপর্যস্ত। আ'সামিদের এমন কার্যকলাপে রাকিবের চরম মানহানি হয়েছে।