সুন্দরী হওয়ায় পূর্ণিমাকে সন্দেহ করছে গোয়েন্দারা!

বিনোদন ডেস্ক : দেশের অন্যতম সুদর্শনা এবং সফল চিত্রনায়িকা পূর্ণিমা। সৌন্দর্যে তিনি সময়ের যেকোনো নায়িকাকে টক্কর দিতে সক্ষ'ম। নেটিজেনরা বলে থাকে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পূর্ণিমা আরও বেশি সুন্দরী হয়ে উঠছেন। তার রূপের নদীতে ভাটা নয়, যেন জোয়ারই ফিরে ফিরে আসছে। সেই সৌন্দর্যের কারণেই এবার বিপাকে

পড়লেন নায়িকা। তাকে সন্দে'হ করছে গোয়েন্দারা।না, বাস্তবে অবশ্য এমনটা ঘটছে না। নতুন একটি ওয়েব ফিল্মেই এই প্রেক্ষাপট দেখা যাব'ে। যেটার নাম ‘মুন্সিগিরি’। নির্মাণ করেছেন ‘আয়নাবাজি’ খ্যাত অমিতাভ রেজা চৌধুরী। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে সিনেমাটির ট্রেলার। সেখানে সিনেমাটির টানটান উত্তেজনায় ভরা

Interesting For You

কিছু মুহূর্ত দেখা গেছে।এই সিনেমা'র কেন্দ্রীয় চরিত্র তথা গোয়েন্দা মাসুদ মুন্সির ভূমিকায় অ'ভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তদ'ন্তের এক পর্যায়ে তার সন্দে'হের তীর যায় পূর্ণিমা'র দিকে। সে কারণে চঞ্চলকে উদ্দেশ্য করে নায়িকা বলেন, ‘সন্দে'হটা কি আমাকে নিয়ে? দেখতে আমি সুন্দর বলে’।‘মুন্সিগিরি’ ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছে শিবব্রত

বর্মনের উপন্যাস অবলম্বনে। ট্রেলার দেখে আঁচ করা যায়, এতে পূর্ণিমা'র স্বামীকে হ'ত্যা করে কেউ। সেই হ'ত্যাকাণ্ডের তদ'ন্তই করতে আসেন মাসুদ মুন্সি বা চঞ্চল চৌধুরী।
সিনেমাটিতে পূর্ণিমা ও চঞ্চল ছাড়া আরও অ'ভিনয় করেছেন গাজী রাকায়েত, আহসান হাবিব নাসিম, শ’হীদুজ্জামান সেলিম প্রমুখ। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে এটি।