
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় গোপ'ন সংবাদের ভিত্তিতে অ'ভিযান চালিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়া গ্রাম থেকে যশোর পু'লিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা শিশুটিকে উ'দ্ধার করে।
এর আগে চলতি মাসের গত ৯ সেপ্টেম্বর দুপুরে নাভরণ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে শিশুটিকে এক নারী চুরি করে পালিয়ে যায়। এ ঘটনায় শিশুর বাবা
যশোরের ছিকরগাছার মধুখালী গ্রামের বিল্লাল হোসেন বাদী হয়ে শার্শা থা'নায় অজ্ঞাত আ'সামি করে মাম'লা দায়ের করেন। পরে মাম'লাটি আমলে নিয়ে মাঠে নামে পিবিআই।
যশোর পিবিআইয়ের এসপি রেশমা শারমিন জানান, তাদের কাছে খবর আসে বাকড়া নামক এলাকায় একটি শিশু রয়েছে। তবে যাদের কাছে রয়েছে তারা শিশুটির প্রকৃত বাবা-মা না। পরে অ'ভিযান চালিয়ে শিশুটিকে উ'দ্ধার করা হয়।
তবে যাদের কাছ থেকে উ'দ্ধার করা হয়েছে তারা জানিয়েছেন অ’পরিচিত এক নারী তাদের কাছে বাচ্চাটিকে রেখে চলে যায়। চুরির সাথে জড়িতদের আট'কের অ'ভিযান চলছে জানান পু'লিশের এ কর্মকর্তা।