সব প্রেমিকাদের চাঁদের জমি উপহার দিবো : হিরো আলম

গার্লফ্রেন্ডকে চাঁদের জমি উপহার দিবেন ভাই’রাল তারকা হিরো আলম। তবে বাস্তবে না হলেও “বাজী” নামক একটি ওয়েব ফিল্মে এমন দৃশ্য দেখা যাব'ে। এ ব্যাপারে হিরো আলম ফেসবুক পেইজে

লেখেন- “চাঁদের দেশে সবাই জায়গা কিনলে আমি কেন বাদ থাকবো। আমা’র মনে বর্তমানে বাংলাদেশে যে অবস্থা। আমি অনেক কিছু চিন্তা-ভাবনা করে দেখলাম। আমা'দের দেশের কিছু লোক

যদি চাঁদের দেশে গিয়ে বসবাস করে। এটা তো খুশির খবর। তাহলে বাংলাদেশে কিছুটা যানজট মুক্ত হবে এবং কিছু বেকার লোকের কর্মস্থান

Interesting For You

হবে। তাই সবাইকে বলছি যার যার সম’র্থ আছে, সবাই চাঁদের দেশে জায়গা কিনুন। আর যদি ঘটনাটি সত্যি হয় তাহলে আমিও কিনবো ইনশাআল্লাহ।”

জানা যায়, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ মা’র্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।

আর চাঁদে জমি কেনার জন্য মা’র্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি।