
বিনোদন ডেস্ক- পোশাক নিয়ে সেলিব্রিটিদের সোশ্যাল মিডিয়ায় ট্রোল হওয়া কোনও নতুন ঘটনা নয়। সোশ্যাল মিডিয়ার দৌলতে সেলিব্রিটিরা যত ভক্তদের কাছে পৌঁছেছেন, ততই সমালোচনার শি'কার বেশি 'হত শুরু করেছেন তাঁরা। ভক্তরা সেলেবদের সব কিছুতেই মন্তব্য করেন, কিন্তু কখনও কখনও তা সীমা'রেখা পার করেও যায়।
সম্প্রতি বলিউডের নতুন হার্টথ্রব নায়িকা রাধিকা ম'দন তাঁর একটি পোশাকের জন্য ট্রোলড হয়েছেন। সানি কৌশলের সঙ্গে তাঁর আগামী ছবি ‘শিদ্দত’-এর একটি দৃশ্যে একটি ব্রালেট ও বুটকাট প্যান্ট পরেছেন রাধিকা। সেই পোশাক নিয়েই নানা কুরুচিকর মন্তব্যের শি'কার হন রাধিকা।
যদিও নিজের পোশাক পরা নিয়ে অত্যন্ত আ'ত্মবিশ্বা'সী রাধিকা ট্রোলকে জবাব দিতেও ছাড়েননি। ভারতীয় এক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রাধিকা বলেছেন, ‘আমা'র মনে আছে সোশ্যাল মিডিয়ায় আমি কয়েকটি ছবি পোস্ট করেছিলাম। পরের দিন সকালে আমি মন দিয়ে সব মন্তব্যগু'লি পড়ছিলাম। আমি একটুও বিচলিত হইনি ট্রোলদের কমেন্ট পড়ে।’
তিনি বলেন, ‘আমি যা পরেছি সেটা আমা'র খুবই পছন্দ এবং যদি সেটা কারও পছন্দ না হয় সেটা তার ব্যাপার। এটা আমা'র শরীর, আমা'র যা ভালো লাগবে তাই পরব যা আমাকে আ'ত্মবিশ্বা'সী রাখবে। কেউ আমাকে বলতে না পারে না কী পরব, কী ভাবে পরব, আমি সুন্দর কি না। আমি জানি আমি কেমন দেখতে এবং সেটা আমি বিশ্বা'স করি।’
১ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে রাধিকা অ'ভিনীত সিনেমা সিদ্দাত। এতে তার বিপরীতে অ'ভিনয় করেছেন বলিউড তারকা ভিকি কৌশলের ভাই সানি কৌশল।