পরীমণির রিমান্ড: দুই বিচারককে ফের ব্যাখ্যা দেওয়ার নির্দেশ

মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মাম'লায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির বারবার রি'মান্ডে নেওয়ার বি'ষয়ে দুই বিচারক ও তদ'ন্ত কর্মকর্তার ব্যাখ্যা সন্তোষজনক নয় উল্লেখ করে ২৪ অক্টোবরের মধ্যে তাদের আবারও আ'দালতে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ সেপ্টেম্বর) এ বি'ষয়ে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের কাজলের ভার্চুয়াল বেঞ্চে শুনানি হয়। শুনানি শেষে আ'দালত এ আদেশ দেন।

আ'দালতে বিচারকদের পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আব্দুল আলিম মিয়া জুয়েল।

এর আগে ১৫ সেপ্টেম্বর এ বি'ষয়ে ব্যাখ্যা দেন দুই বিচারক, কিন্তু ব্যাখ্যায় সন্তু'ষ্ট হয়নি হাইকোর্ট। উল্টো ক্ষো'ভ প্রকাশ করেন। বি'ষয়টির ওপর আবার শুনানির জন্য ২৯ সেপ্টেম্বর সময় রাখা হয়।

আ'দালতে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘বিচারকরা ট্রেনিংয়ে থাকার কারণে ওই দিন যথাযথ ব্যাখ্যা দিতে পারেননি। দুজনই অল্পবয়সী অফিসার। যথাযথ প্র'শিক্ষণের অভাবে তারা সঠিকভাবে ব্যাখ্যা দিতে পারেনি। তারা এজন্য ক্ষ'মা প্রার্থনা করেছেন।’

এ পর্যায়ে আ'দালত বলেন, ‘তাহলে তারা আবারও ব্যাখ্যা দিক। সেজন্য ২৪ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করা হলো।’
এর আগে বিচারিক আ'দালতের বিচারক দেবব্রত দাস ও আতিকুল ইসলামের আগের ব্যাখ্যা গ্রহণ না করে হাইকোর্ট বলে, এরা উচ্চ আ'দালতকে শেখাতে চায়। রি'মান্ড নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনাও মানতে চায় না।

পরীমনিকে বার বার রি'মান্ডে পাঠানোর সি'দ্ধান্ত ‘ভুলবশত’ হয়েছে বলে প্রথম দফার ব্যাখ্যায় জানান বিচারিক আ'দালতের হাকিম দেবব্রত বিশ্বা'স ও আতিকুল ইসলাম।

তাতে অ'সন্তু'ষ্টি প্রকাশ করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম বলেন, ‘দুই বিচারক যে ব্যাখ্যা দিয়েছেন তা সুপ্রিমকোর্টের গাইডলাইন এবং আমা'দের প্রচলিত আইনের বিরু'দ্ধে। দ্বিতীয় ও তৃতীয় দফা রি'মান্ডের বি'ষয়ে তারা যে ব্যাখ্যা দিয়েছে তাতে আমর'া সন্তু'ষ্ট নই।’

Interesting For You

গত ২ সেপ্টেম্বর চিত্রনায়িকা পরীমণিকে দফায় দফায় রি'মান্ড মঞ্জুরের ঘটনায় সংশ্লি'ষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা চান হাইকোর্ট। পরিমণির মাম'লার তদ'ন্ত কর্মকর্তাকে তলব করেন হাইকোর্ট। এছাড়া পরীমণির বিরু'দ্ধে বনানী থা'নায় দায়ের করা মা'দক মাম'লার সব নথি ও মাম'লার কেস ডকেটও তলব করা হয়

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ ওইদিন এ আদেশ দেন।আ'দালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জেড আই খান পান্না ও সৈয়দা নাসরিন।

গত ২৯ আগস্ট উচ্চ আ'দালতের রায় না মেনে মা'দক মাম'লায় চিত্রনায়িকা পরীমণিকে বারবার নেওয়া রি'মান্ড চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করা হয়। আবেদনে পরীমণিকে রি'মান্ডে নেওয়ার ক্ষেত্রে উচ্চ আ'দালতের রায় না মানার অ'ভিযোগ আনা হয়। আইন ও সালিশ কেন্দ্রের পক্ষে অ্যাডভোকেট সৈয়দা নাসরিন এ আবেদন দায়ের করেন।

গত ১৯ আগস্ট রাজধানীর বনানী থা'নায় দায়ের করা মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাম'লায় পরীমণির তৃতীয় দফা রি'মান্ড মঞ্জুর করেন আ'দালত। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আ'দালত পরীমণির একদিনের রি'মান্ড মঞ্জুর করেন। এর আগে পরীমণিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রি'মান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

গত ৪ আগস্ট পরীমণিকে গ্রে'ফতার করে র‍্যাব'। তার বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাম'লা করেন র‍্যাব'-১-এর কর্মকর্তা মো. মজিবর রহমান।

গত ২৬ আগস্ট হাইকোর্ট পরীমণিকে জামিন না দিয়ে তার আবেদন শুনানি প্রশ্নে রুল জারি করেন। রুলে রাজধানীর বনানী থা'নায় দায়ের করা মা'দক মাম'লায় চিত্রনায়িকা পরীমণির জামিন আবেদন আদেশ পাওয়ার দুই দিনের মধ্যে নিষ্পত্তি করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়।

এছাড়া পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর নির্ধারণ করে নিম্ন আ'দালতের আদেশ কেন বাতিল করা হবে না, তাও জানতে চাওয়া হয়। হাইকোর্টের আদেশের আলোকে গত ৩১ আগস্ট পরীমণিকে জামিন দেন বিচারিক আ'দালত।