
রাজধানী থেকে এক ভণ্ড পীরকে আট'ক করেছে গোয়েন্দা পু'লিশ। জানা গেছে, ওই ভণ্ড পীরের নাম আবদুল মোতালেব। ধর্মের দোহাই দিয়ে হাজারও মুরিদ বানিয়ে কোটি কোটি টাকার মালিক বনে যাওয়া ওই পীর নিজেই সমকামী ক্লাবের সভাপতি।সরকারি চাকরি কিংবা স্থানীয় নির্বাচনে সরকারি দলের মনোনয়ন পাইয়ে দেয়া নাকি তার বাঁ
হাতের কাজ। দেশের বিভিন্ন প্রান্তে তাকে ঘিরে বসে আসর, হয় বিভিন্ন ধরনের জিকির।শুধু জিকিরেই সীমাব'দ্ধ নয় ওই আসর। এসব আসরে হয় নানাবিধ অনৈ'তিক কাজ। হয় কোটি কোটি টাকার লেনদেন। তার সাথে নাকি সরকারের বড় বড় কর্তাদের খাতির আছে বেশ। আর এই সূত্রেই কাউকে সরকারি চাকরি,কাউকে আবার স্থানীয় বিভিন্ন
নির্বাচনে নৌকা প্রতীকও পাইয়ে দিতে পারেন তিনি। আর এভাবেই কয়েক কোটি টাকার মালিক মোত্তালেব। কিন্তু যারা তার টোপ গিলেছেন, তাদের অনেকেই হয়েছেন সর্বস্বান্ত। মুখে ধর্মের কথা বললেও ওই ভণ্ড পীর ঢাকা সমকামী সমিতির সভাপতি।অন্যদিকে কথিত পীর মোতালেব নিজেকে পরিচয় দেন অনুমোনদহীন নির্মাণ শ্রমিকলীগের শীর্ষ নেতা হিসেবে। চড়েন কোটি টাকার গাড়িতে। সম্প্রতি রাজধানীর তুরাগ থেকে তাকে আট'ক করে গোয়েন্দা পু'লিশের গু'লশান বিভাগ। ডিবি গু'লশানের উপ-কমিশনার
মশিউর রহমান জানান, নিজের প্রতারণা কৌশল হিসেবে ক্ষ'মতাসীন দলের সাইনবোর্ড ব্যবহার করতেন মোতালেব।এ বি'ষয়ে ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশীদ বলেন, ধর্মের নামে এমন প্রতারণাকারীদের বিরু'দ্ধে আরও কঠোর অ'ভিযান চালাবেন তারা। এমন প্রতারক থেকে মানুষকে আরও সাবধানে থাকতে হবে বলেও মনে করেন এই কর্মকর্তা।