
বিনোদন ডেস্ক- প্রার্থনা ফারদিন দীঘি; প্রয়াত নায়িকা দোয়েল ও অ'ভিনেতা সুব্রতর মেয়ে। তবে বাবা-মা'র পরিচয়ে নয়, তিনি সবার কাছে পরিচিতি পেয়েছেন নিজের গু'ণেই। ছোট বেলাতেই অ'ভিনয়শিল্পী হিসেবে নজর কাড়েন। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।
ছোট্ট দীঘি বড় হয়েছেন। অ'ভিনয় করেছেন নায়িকার চরিত্রে। ২০২০ সালে মুক্তি পেয়েছে নায়িকা দীঘির প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর তাকে দেখা গেছে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায়। এখনো তার হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমা'র কাজ।
কয়েক দিন ধরে শোনা যাচ্ছিল, শাপলা মিডিয়ার প্রযোজনায় ‘মানব দানব’ নামের একটি সিনেমায় অ'ভিনয় করবেন দীঘি। যেখানে নায়ক হচ্ছেন কলকাতার বনি সেনগু''প্ত । কিন্তু শেষ পর্যন্ত সিনেমাটি থেকে দীঘি বাদ পড়েছেন। তাকে নয়, শালুক নামের এক নবাগতাকে বেছে নিয়েছেন নির্মাতা-প্রযোজক।
দীঘি ভক্তদের জন্য এটা মন খারাপের খবর বটে। তবে এক দিনের ব্যবধানে নতুন সুখবর দিয়েছেন অ'ভিনেত্রী। আরেকটি সিনেমায় যুক্ত হয়েছেন তিনি। নাম ‘শ্রাবণ জ্যোৎস্নায়’।
কথাসাহিত্যিক ইম'দাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন আবদুস সামা'দ খোকন। ২০২০-২০২১ অর্থবছরে এটি সরকারের অনুদান পেয়েছে।
এ প্রসঙ্গে দীঘি বলেন, অনুদানের এই সিনেমায় কাজের ব্যাপারটি আগে থেকেই শিডিউল দেওয়া ছিল। ইম'দাদুল হক মিলন স্যারের উপন্যাসের গল্পের নায়িকা হচ্ছি, কাজটি নিয়ে আমি বেশ আগ্রহী।
পরিচালক আবদুস সামা'দ খোকন জানান, ঢাকায় আগামী ১৪ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু 'হতে যাচ্ছে। দীঘি চূড়ান্ত হলেও এতে তার নায়ক কে হচ্ছেন, সেটা এখনো ঠিক করা হয়নি।