আমার এখনো বিয়ের বয়স হয়নি : জায়েদ খান

বিনোদন ডেস্ক- ঢাকাই সিনেমা'র নায়ক ও শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিয়ের বয়স হয়নি এখনো। গতকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) বিএফডিসিতে শিল্পী সমিতির অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন তিনি।

সাংবাদিকদের জায়েদ খান বলেন, ‘বাবা যেহেতু বেচেঁ নেই। বাবার খুব স্বপ্ন ছিলো বউ দেখার। সবাই শুধু একটা প্রশ্নই করে বিয়ে করবো কবে। মায়েরও একই প্রশ্ন। কিন্তু আমা'র বিয়ে করার বয়স তো এখনও হয়নি। তাই আমি বিয়ে নিয়ে আপাতত কিছু ভাবছি না।’

আপনি বিয়ে করতে না চাওয়ার পেছনে সালমান খানের কোনো প্রভাব আছে? আপনি তো তাকে ফলো করেন! এমন প্রশ্নের জবাবে জায়েদ খান বলেন, নাহ। সালমান খানকে ফলো করে নই।… কিছু কিছু মানুষের যে হারে বিয়ে হচ্ছে, এটা নিয়ে আমি খুব সন্দিহান। আমা'রও বার বার হোক-এটা আমি চাই না। ভয় কাজ করে। আমি চিন্তা করি, একটাই যেন থাকে। এখন একটু মেন্টাল ম্যাচিউরিটি দরকার। …আমা'র মা সবসময় বলেন, ‘বিয়ে-শাদি সংক্রা'ন্ত কারণে পত্রিকায় কোনো হেডলাইনে যেন তোমা'র নাম না আসে।’

Interesting For You

আমি চাই, একটু চিন্তা-ভাবনা করে করি। আমি বিয়ের ব্যাপারে ম্যাচিউরড না। সবাই তো লুকিয়ে লুকিয়ে বিয়ে করে, অনেক দিন পর জানাজানি হয় কিন্তু আমা'র ইচ্ছা আছে সবাইকে নিয়ে একটা ধুমধাম করে বিয়ে করব।

২০১৭ সালের ১৬ ডিসেম্বর মুক্তি পায় জায়েদ খান অ'ভিনীত সর্বশেষ সিনেমা ‘অন্তজ্বা'লা’। এরপর প্রায় হাজার দিনের বেশি শুটিংয়ের বাইরে ছিলেন তিনি। এ সময়টায় তার কোনো সিনেমাও মুক্তি পায়নি।

সম্প্রতি ‘সোনার চর’ সিনেমা দিয়ে আবারও শুটিং শুরু করেছেন তিনি। জাহিদ হাসানের পরিচালনায় এ সিনেমায় আরও অ'ভিনয় করছেন মৌসুমী, ওমর' সানী, শ’হীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুম'দার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।