পরী মনির গাড়ি-ফোন ফেরত দিতে আদালতে প্রতিবেদন

রাজধানীর বনানী থা'নায় দায়ের করা মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মাম'লায় আলোচিত চিত্রনায়িকা পরী মনির জব্দ হওয়া সাদা গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ ১৬টি আলামত ফেরত দিতে আ'দালতে প্রতিবেদন জমা দিয়েছেন মাম'লার তদ'ন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল। পরী মনিকে তার জব্দকৃত এসকল আলামত ফেরত দেওয়া হলে মাম'লার তদ'ন্ত কাজে কোনো বিঘ্ন ঘটবে না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী প্রতিবেদন দাখিলের বি'ষয়টি গণমাধ্যমকে জানান।

আইনজীবী বলেন, গত ২৬ সেপ্টেম্বর আ'দালতে মাম'লার তদ'ন্ত কর্মকর্তা পরী মনির জব্দ হওয়া ১৬টি আলামত ফেরত দেওয়ার জন্য একটি প্রতিবেদন দাখিল করেছেন।

আ'সামি এগু'লো পেলে তদ'ন্ত কাজে কোন বিঘ্নিত হবে না বলে কর্মকর্তা উল্লেখ করেছেন। আশা করছি পরী মনি তার প্রয়োজনীয় আলামত ফেরত পাবেন।

Interesting For You

এরআগে গত ১৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আ'দালতে জব্দ হওয়া গাড়ি, ফোন, ল্যাপটপ, প্রসাধনী বক্সসহ ১৬টি আলামত ফেরত পেতে অনুরোধ করেন পরী মনি ও তার আইনজীবী।

পরী মনি সেদিন আ'দালতে বলেন, সাদা গাড়িটি আমা'র। গাড়িটি না থাকায় আমি অনেক সমস্যায় পড়েছি। এছাড়া ফোন, ল্যাপটপ ও অন্যান্য জিনিসপত্রও ফেরত চাই। পরে শুনানি শেষে আ'দালত বিআরটিএকে গাড়ির কাগজপত্রসহ সকল আলামতের ভিত্তিতে মালিকানা নির্ধারণের জন্য নির্দেশ দেন। এরপর আ'দালত মাম'লার পরবর্তী হাজিরার জন্য আগামী ১০ অক্টোবর দিন ধার্য করেন।

উল্লেখ্য, গত ৪ আগস্ট 'বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অ'ভিযান শেষে পরী মনিসহ তিনজনকে দেশি বিদেশি ম'দের বোলত ও এলএসডি মা'দকসহ আট'ক করা হয়। পরে বনানী থা'নায় র‍্যাব' বাদী হয়ে পরী মনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরু'দ্ধে মা'দকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাম'লা দায়ের করে।

এ মাম'লায় প্রথম দফায় চারদিন এবং দ্বিতীয় দফায় দুইদিনের রি'মান্ড মঞ্জুর করেন আ'দালত। এরপর গ্রে''প্ত ারের ২৬ দিন পর গত ৩১ আগস্ট পরীমনিকে ৫০ হাজার টাকা মুচলেকায় তদ'ন্ত প্রতিবেদন দাখিল করা না পর্যন্ত জামিন দেন আ'দালত।