
এবার চাঁদে নিজের নামে জমি কিনেছেন সিলেটের কোম্পানীগ’ঞ্জের সুজন আহমেদ। তিনি যুক্তরা'ষ্ট্রের নিউজার্সির পে'টার্সনে থাকছেন। সোমবার মা'র্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’ থেকে ৫৫ ডলারের বিনিময়ে এক একর জমি কিনেছেন সুজন।
জমি কেনার পর একটি 'বিক্রয় চুক্তিনামা, কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌ’গোলিক অবস্থান ও মৌজা-পর্চার মতো আইনি নথিও হ’স্তান্ত’র করেছে সংস্থাটি।
সুজন বলেন, মানুষ স্বপ্ন বিলাসী, এর ব্যতিক্রম আমিও নয়। জানি না চাঁদে যাওয়া কতটা সহজ হবে। আমি না যেতে পারলেও আমা'র পরবর্তী বংশধররা যেতে পারবেন আশাকরি।
বিজ্ঞা’নীরা সব ধরনের চে'ষ্টা-প্রচে'ষ্টা করে চাঁদে মানবজাতির বসবাসের জন্য যাচ্ছেন। একদিন তারা সফল হবেন। আর সেই আশাতেই চাঁদে জমি কেনা।
চাঁদে জমি কেনার জন্য মা'র্কিন নাগরিক ডেনিস হোপের ‘লুনার অ্যাম্বাসি’-ই হলো সবচেয়ে জনপ্রিয় কোম্পানি।
তাদের তথ্যানুযায়ী, চাঁদে জমির দাম প্রতি একর ২৪ দশমিক ৯৯ ডলার থেকে সর্বোচ্চ ৪৯৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুই হাজার ১২৫ টাকা থেকে ৪২ হাজার ৪৩৭ টাকা।