
ছোটপর্দায় জনপ্রিয় মুখ নুসরাত ইম’রোজ তিশা। ২০১০ সালে ভালোবেসে নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী’কে বিয়ে করেন। চলতি বছরের ১৬ জুলাই এ দম্পতির দাম্পত্য জীবনের ১১ বছর পূর্ণ অ’তিবাহিত হয়েছে ৷ দুজনই ভালোবাসা মাখা ছবি ও ক্যাপশন ফেসবুকে পোস্ট করে সেই দিনটি উদযাপন করেছেন।
শোবিজ অঙ্গনের বাতাসে উড়ছে এই তারকা দম্পতি বাবা মা 'হতে চলেছেন। এই বি'ষয়টি তার দৃ'ষ্টি আকর্ষণ করতেই তিনি হেসে উড়িয়ে দেন।
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি আমা’র প্রতিটি কাজ এবং নতুন কোনো সংবাদ থাকলে আমা’র পেজে শেয়ার করি।
ঠিক আছে, আমি অনেক দিন যাব'ত কাজ করছি না। তার মানে এই না যে আমি প্রেগন্যান্ট। যারা কানাঘু'ষ াটা করছেন তাদের বলছি, একজন অ’ভিনেত্রী কাজ না করলেই যে তাকে প্রেগন্যান্ট বানিয়ে দেয়ার বি'ষয়টি খুবই আ’পত্তিজনক।’
কোনো সুসংবাদ থাকলে তা সময়মতো নিজেই জানাবেন বলেও জানান তিনি। আপাতত এমন ভুল তথ্যের সংবাদ প্রচার না করার অনুরোধ জানান এ অ’ভিনেত্রী। সূত্রঃ যুগান্তর