
ঘু'মের মধ্যে আপনার কি স্বপ্ন দেখা অভ্যাস রয়েছে? আর এই স্বপ্ন কি চরমসুখের হয়? স্বপ্ন দেখার সময় কি নানা রকমের যৌ'ন ক্রিয়াকলাপের সাক্ষীও হন? যৌ'নতা বা যৌ'নসঙ্গম নিয়ে ঘু'মের মধ্যে স্বপ্ন দেখে থাকলে কী করবেন জানেন?
মনোবিদদের মতে, অবচেতন মনে মানুষ যা ভাবে বা চায় সেটাই অনেক সময় স্বপ্নে দেখতে পায়। মানুষ আসলে যেরকম যৌ'নজীবন চায় সে রকম জীবন না পেলে সেগু'লি স্বপ্নের আকারে দেখা দেয়। আর এটা কোনও অ'সুখ নয়। স্বাভা'বিক ঘটনা। যদিও কোনও কিছুই অতিরিক্ত ভালো নয়। তাই অ'স্বাভা'বিক যৌ'নতা নিয়ে অতিরিক্ত স্বপ্ন দেখলে মনোবিদের পরামর'্শ নেওয়া উচিত। খবর জি নিউজের।
মনোবিদদের দাবি, একেকজন এই রকম স্বপ্ন দেখেন। তবে কিছু স্বপ্ন আছে সেগু'লি সাধারণ এবং সেগু'লি দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িতও বটে। জড়িত থাকে মানুষের অ’পূর্ণ কামনা বাসনা বা যৌ'নতার সঙ্গে এবং সেটা হয় স্ত্রী-পু’রুষ নির্বিশেষে।
সাধারণত যেসব মানুষের যৌ'ন জীবনে অ’পূর্ণতা থাকে তারা এই ধরনের স্বপ্ন বেশি দেখেন। শরীরের কামনা রয়েছে অথচ তা পূরণ হচ্ছে না। ফলে তা স্বপ্নে দেখা দিচ্ছে বারবার। এক্ষেত্রে মনোবিদরা বলেন, যে শরীরের কামান দমিয়ে রাখবেন না। কাজের যত ব্যস্ততাই থাকুন চে'ষ্টা করুন নিয়ম করে সঙ্গীর সঙ্গে যৌ'নমিলন করার। শরীরের চাহিদা পূরণ হলে স্বপ্ন আপনা থেকে আসা বন্ধ হযে যাব'ে।
যৌ'ন সম্পর্কের সময় শারীরিক বা মানসিক নিগ্রহ করা বা বিডিএসএম-এর স্বপ্নও দেখেন অনেকে। কেউ অ'ত্যাচারী 'হতে পছন্দ করেন কেউ আবার পছন্দ করেন অ'ত্যাচার সহ্য করতে।
সন্তানের প্রতি উদাসীন অ'ভিভাবকদের সন্তানদেরই এধরনের স্বপ্ন বেশি আসে। একা এবং অবহেলিত থাকতে থাকতে এঁদের মানসিক চরিত্র পরিবর্তন 'হতে থাকে। সঙ্গীকে আরও বেশি আঁকড়ে ধরতে চান। সঙ্গীর ছেড়ে চলে যাওয়ার ভয়ও থাকে তাদের। এমনিতে স্বাভা'বিক হলেও যৌ'নতার ক্ষেত্রে সঙ্গীর উপর জোর খাটাতে ভালোবাসেন তারা।
বাস্তবে তা করতে না পারলে স্বপ্নে সেই সাধ পূরণ করে নেন। চিকিৎসকদের মতে এটি কোনও অ'স্বাভা'বিক কামনা নয়। এটি একান্ত ব্যক্তিগত পছন্দ। সঙ্গী রাজি থাকলে বিডিএসএম করাই যায়। কিন্তু তা বলে কারও প্রতি জোর খাটানো অন্যায়। প্রয়োজনে থেরাপিস্টের পরামর'্শ নিতে হবে।